Thank you for trying Sticky AMP!!

‘শিল্পী’ নেইমারে মজেছেন গালতিয়ের

চোট, গোলখরা, মাঠের বাইরের বিতর্ক—সব মিলিয়ে গত মৌসুমে কী খারাপ সময়টাই না পার করেছেন নেইমার! চোটে জর্জরিত এক মৌসুমে লিগে খেলেছিলেন মাত্র ২২ ম্যাচ, সেখানে গোল করেছেন মাত্র ১৩টি। চ্যাম্পিয়নস লিগে তো গোলের খাতাটাও খুলতে পারেননি। এমন পারফরম্যান্সে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও ছিল না নেইমারের নাম।

চলতি মৌসুমের আগে ফুটবল–বিশ্বে বড় গুঞ্জনও ছিল—নেইমারের মোহ কেটে গেছে পিএসজির। প্যারিস ছাড়তে পারেন নেইমার। দলবদলের গুঞ্জনের মধ্যেও পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলে এসেছেন, নেইমার তাঁর পরিকল্পনায় ভালোভাবেই আছেন এবং ব্রাজিলিয়ান তারকা প্যারিসেই থাকছেন। আর শেষমেশ কোচের কথাই সত্যি হয়েছে।

পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সঙ্গে নেইমার

আর মৌসুম শুরু হতে না হতেই বদলে গেছে দৃশ্যপট। নেইমারই এখন মাঠে পিএসজির সবচেয়ে বড় পারফর্মার। লিগে এরই মধ্যে করেছেন ৮ গোল, করিয়েছেন আরও ৬ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ১০টি।

নেইমারের সেরাটা পেতে আমরা তাকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে চাই। ছন্দে থাকলে ওকে একজন শিল্পী মনে হয়, মাঠে তা দেখাই যাচ্ছে
ক্রিস্তোফ গালতিয়ের

গত মৌসুমে নিজেকে মেলে ধরতে না পেরে আক্ষেপে পুড়েছেন নেইমার, সেই উপলব্ধি থেকেই নেইমারের এমন পারফরম্যান্স বলে মনে করেন গালতিয়ের। চ্যাম্পিয়নস লিগে মাকাবি হাফিয়ার সঙ্গে ম্যাচের আগে নেইমারে মুগ্ধ গালতিয়ের বলেন, ‘আমি ও কোচিং স্টাফের জন্যই এই মৌসুমে নেইমার এমন দারুণ শুরু পেয়েছে, এটা ভাবা ঠিক হবে না। নেইমার উপলব্ধি করেছে, গত মৌসুমে ও ভালো খেলতে পারেনি, দলেও ওর তেমন ভূমিকা ছিল না। এই মৌসুমে ও গোলের পর গোল করছে, এই মৌসুম বিশেষ মৌসুম হতে যাচ্ছে ওর জন্য।’

Also Read: মেসির পাস থেকে গোল নেইমার ও এমবাপ্পের

লিগে এরই মধ্যে নেইমার করেছেন ৮ গোল, করিয়েছেন আরও ৬ গোল

দারুণ পারফর্ম করা নেইমার গালতিয়ের চোখে একজন ‘শিল্পী’। নেইমারের কাছ থেকে এমন শৈল্পিক পারফরম্যান্স পেতে দলে তাঁকে সম্ভাব্য সেরা সুযোগটাই দেওয়া হবে বলে জানিয়েছেন পিএসজি কোচ, ‘ও ঠিক সময়মতোই ফর্মে ফিরেছে। ফর্মে ফিরতেও অনেক পরিশ্রম করেছে। নেইমারের সেরাটা পেতে আমরা তাকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে চাই। ছন্দে থাকলে ওকে একজন শিল্পী মনে হয়, মাঠে তা দেখাই যাচ্ছে।’
বুধবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়নস লিগে মাকাবি হাফিয়ার বিপক্ষে খেলবেন নেইমাররা।

Also Read: মেসির পাসে নেইমারের গোল, তবে পিএসজির ত্রাতা দোন্নারুম্মা