Thank you for trying Sticky AMP!!

ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে আর্সেনাল

এমিরেটসের প্রথম টাইব্রেকারে আর্সেনালের তৃতীয় ‘যন্ত্রণা’

প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে ছুটলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় আটকে গেল আর্সেনাল। স্পোর্তিংয়ের কাছে পেনাল্টিতে ৫-৩ ব্যবধানে হেরে ইউরোপা লিগ-অভিযান থেমে গেছে শেষ ষোলোয়।

২০০৬ সালে এমিরেটস স্টেডিয়াম চালু হওয়ার পর এটিই ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে টাইব্রেকারে গড়ানো প্রথম ম্যাচ।

ইউরোপা লিগের মাধ্যমে চলতি মৌসুমে তিনটি প্রতিযোগিতা থেকে ছিটকে গেল আর্সেনাল। এর আগে এফএ কাপের চতুর্থ রাউন্ড আর লিগ কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছিল দলটি।

মিকেল আর্তেতার দলের এখন শুধু প্রিমিয়ার লিগ জয়ের সুযোগই আছে, যেখানে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

Also Read: মেসির বাবা সৌদি আরবে কেন

শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্তিংয়ের মাঠে ২-২ গোলে ড্র করে এসেছিল আর্সেনাল। গতকাল রাতে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের খেলায় শুরুতে এগিয়েও যায়। ১৯ মিনিটে আর্সেনালকে গোল এনে দেন গ্রানিত জাকা।

প্রায় পঞ্চাশ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন স্পোর্তিংয়ের পেদ্রো গনকালভেজ

৬২ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পোর্তিংকে সমতায় ফেরান পেদ্রো গনকালভেজ। আর্সেনালের গোলকিপার অ্যারন রামসডেলকে এগিয়ে থাকতে দেখে পর্তুগিজ এই উইঙ্গার প্রায় মাঝমাঠ থেকে লম্বা শট নেন।

প্রায় ৫০ গজ দূর থেকে নেওয়া সেই শট রামসডেলের মাথার ওপর দিয়ে জালে ঢোকে। উয়েফা আয়োজিত সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমের সবচেয়ে বেশি দূরত্বের গোল এটি।

Also Read: এবার পর্তুগিজ ক্লাব কিনতে যাচ্ছেন রোনালদো

৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে কেউ গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রতিযোগিতামূলক ফুটবলে আর্সেনালের সর্বশেষ টাইব্রেকার এই ইউরোপা লিগেই, ২০০৯ সালে রোমার বিপক্ষে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্পোর্তিংয়ের কোনো ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে ৩৪ বছর পর।

টাইব্রেকারে স্পোর্তিংয়ের কাছে হেরে যায় আর্সেনাল

৩৪ বছর পর ইউরোপায় টাইব্রেকারে অংশ নেওয়া স্পোর্তিং চাপ সামলে নেয় দারুণভাবে। শট নিতে আসা পাঁচ ফুটবলারের সবাই বল জালে পাঠান। বিপরীতে আর্সেনালের চতুর্থ শটটি মিস হয়ে যায়। গ্যাব্রিয়েল মার্তিনেলির নেওয়ার শটটি ছিল গোলমুখে সোজাসুজি, আটকাতে কষ্ট হয়নি স্পোর্তিং গোলরক্ষকের।

Also Read: মেসি–নেইমার–এমবাপ্পের কীর্তির পাশে এখন আর্সেনালের ত্রয়ীও

কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড, জুভেন্টাস

আর্সেনালের হতাশার রাতে ইউরোপা লিগে উচ্ছ্বাস নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডজুভেন্টাস। শেষ ষোলোর দ্বিতীয় লেগে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে রিয়াল বেতিসকে ১–০ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড।

প্রথম লেগে ৪–১ ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে জুভেন্টাস।

বেতিসকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড

জার্মান ক্লাব ফ্রেইবুর্গের বিপক্ষে জুভেন্টাসও পেয়েছে সহজ জয়। দুসান ভ্লাহোভিচ ও ফেদেরিকো চিয়েসার গোলে ২–০ ব্যবধানে দ্বিতীয় লেগ জিতেছে জুভেন্টাস। প্রথম লেগ এক গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৩–০ অগ্রগামিতায় শেষ আটে জায়গা করেছে ‘তুরিনের বুড়ি’রা।

Also Read: ২০৫ সেকেন্ডে হ্যাটট্রিক করে ইউরোপে রেকর্ড গড়া কে এই ফুটবলার