লুকা মদরিচ।
লুকা মদরিচ।

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন মদরিচ

ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ। ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার আজ ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর শেষ ম্যাচ। একই ম্যাচে রিয়ালের ডাগআউট থেকে বিদায় নেওয়ার কথা আগেই জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

৩৯ বছর বয়সী মদরিচ মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেন ২০১২ সালে। গত ১৩ বছরে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচ খেলা এই মিডফিল্ডার বিদায়বার্তায় লিখেছেন, ‘সময়টা এসে গেছে। সেই মুহূর্ত, যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছুর শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব।’

মদরিচ রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন টটেনহামে চার বছর কাটানোর পর। দীর্ঘ সময় স্পেনের ক্লাবটিতে কাটাতে পারায় রিয়াল সভাপতি, কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট ধন্যবাদ জানিয়ে মদরিচ লিখেছেন, ‘এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবলজীবন এবং ব্যক্তিজীবন—উভয়ই বদলে দিয়েছে।’

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে লুকা মদরিচ, ২০১২ সালে যখন ক্লাবে যোগ দিয়েছিলেন।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর বর্ষসেরার খেতাব জয় করছিলেন, তখন দুজনের বাইরের কেউ হিসেবে ২০১৮ সালে ব্যালন ডি’অর জেতেন মদরিচ।

রিয়ালে লম্বা সময়ের পথচলায় খুবই তৃপ্ত জানিয়ে ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার লিখেছেন, ‘এই কয়েক বছরে আমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। যা অসম্ভব মনে হতো, এমন সব প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন, আর বার্নাব্যুতে জাদুকরী সব রাত... আমরা সব কিছু জিতেছি, আর আমি খুবই সুখী ছিলাম। খুব, খুবই সুখী।’

বার্নাব্যুর দর্শকদের সামনে ব্যালন ডি’অর ট্রফি তুলে ধরেছিলেন লুকা মদরিচ।

সম্ভাব্য সব শিরোপা জেতা এই তারকা রিয়াল মাদ্রিদ সমর্থকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘আমি কখনোই ভুলব না প্রতিটি করতালি, প্রতিটি ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আপনারা আমাকে দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি পূর্ণ হৃদয়ে। গর্বে, কৃতজ্ঞতায় এবং ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে মাঠে নামব না, তবুও আমি চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকব।’

এখনো পরবর্তী ঠিকানা নির্ধারণ না হওয়া মদরিচ বিদায়বার্তার শেষটা করেছেন এভাবে—‘রিয়াল মাদ্রিদ চিরকাল আমার ঘর হয়ে থাকবে। সারাজীবনের জন্য। হালা মাদ্রিদ, আর কিছু নয়।’