Thank you for trying Sticky AMP!!

দলবদল নিয়ে মিথ্যাচারের শাস্তি পেয়েছে জুভেন্টাস

টিকিটে ১৫ শতাংশ মূল্য ছাড় দিয়ে হাস্যরসের শিকার জুভেন্টাস

এক দিন আগে দলবদল নিয়ে মিথ্যাচার করায় ১৫ পয়েন্ট জরিমানা করা হয় জুভেন্টাসকে। এই শাস্তির কারণে সিরি ‘আ’র পয়েন্ট টেবিলে তিন নম্বর থেকে দশে নেমে গেছে ইতালির অন্যতম সফল ক্লাবটি। এই ধাক্কা সামলানোর আগেই আজ রাতে আতালান্তার বিপক্ষে মাঠে নামতে হবে জুভেন্টাসকে।

এর আগে ম্যাচ টিকিটে ১৫ শতাংশ মূল্যছাড়ের ঘোষণাও দিয়েছে জুভেন্টাস। আর এই ছাড়ের ঘোষণা দিয়ে এখন বেশ অস্বস্তিতেই পড়েছে ক্লাবটি। আগের দিনের ১৫ পয়েন্ট জরিমানার সঙ্গে ছাড়ের অঙ্ককে মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের শিকার হচ্ছে ‘তুরিনের বুড়ি’খ্যাত ক্লাবটি। কেউ কেউ আবার জুভেন্টাসের লোগোকে মাইনাস ১৫ আকারে উপস্থাপন করেও মজা নিয়েছেন।

Also Read: দলবদল নিয়ে মিথ্যাচারের দায়ে জুভেন্টাসের ১৫ পয়েন্ট জরিমানা, নেমে গেল দশে

১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় এসেছে বিভিন্ন ধরনের মন্তব্য। একজন লিখেছেন, ‘মহাকাব্যিক–১৫’, অন্য একজন  লিখেছেন, ‘তারা এখন নিজেরাই নিজেদের নিয়ে মজা শুরু করেছে।’

অন্য একজন লিখেছেন, ‘তোমরা স্বাভাবিক নও। তোমরা এটাকে উপভোগও করছ!’ আরেকজন লিখেছেন, ‘ভাই, তোমাদের বিপণনপ্রধান কে বলো তো!’ কেউ কেউ আবার সরাসরি কোনো মন্তব্য না লিখে অট্টহাসির ইমোজি দিয়েছেন।

কিন্তু সবাই তো আর এক নন। অনেকেই ক্লাবকে ঘুরে দাঁড়ানোর ডাকও দিয়েছেন। টুইটারে একজন লিখেছেন, ‘চলো, আবার এখান থেকে শুরু করি। আমরা স্টেডিয়ামে যাব এবং দলকে সমর্থন দেব।’

জুভেন্টাস কর্মকর্তারা বেশ কঠিন সময় পার করছেন।

জুভেন্টাসের আরেক নিষ্ঠাবান সমর্থকের মন্তব্য, ‘আশা করছি গ্যালারিভর্তি দর্শক থাকবে। সব জুভেন্টাস–ভক্ত দলের সঙ্গে থাকবেন।’ আরেক জুভ সমর্থক সিরি ‘আ’কে এক হাত নিয়ে লিখেছেন, ‘সিরি “আ” নিজেই উপহাসের বস্তু। তারা নাপোলিকে চ্যাম্পিয়ন বানানোর প্রকল্প হাতে নিয়েছে।’

এর আগে আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে দলবদল নিয়ে মিথ্যাচার করার দায়ে শাস্তির মুখে পড়ে জুভেন্টাস। দলের একাধিক কর্মকর্তাকেও দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা। জুভেন্টাস অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকি এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথাও জানায় তারা।

Also Read: ‘পৌরুষ দেখাতে’ জুভেন্টাসেই থাকবেন আলেগ্রি