
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
কোমরের নিচের অংশে চোট পাওয়ার পর টের স্টেগেন আপাতত মাঠের বাইরে। লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তাহলে তাঁর বার্ষিক বেতনের ৮০ শতাংশ হিসাব থেকে বাদ দেওয়া যাবে। বার্সা চেয়েছিল, টের স্টেগেনের বেতনের কিছু অংশ ব্যবহার করে চোট–বদলি নিয়মে একজন গোলকিপার লা লিগায় নিবন্ধন করাতে।
লিগের নিয়মানুযায়ী প্রতিটি দলকে বেতন-সীমা (স্যালারি ক্যাপ) নীতি মেনে চলতে হয়।
টের স্টেগেন বার্সেলোনার সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। এখন তাঁর বেতনের ৮০ শতাংশ হিসাব থেকে বাদ দিতে পারলে বার্সার জন্য লা লিগার বেতন–সীমা নীতি মেনে অন্য একাধিক খেলোয়াড় নিবন্ধন করানোর পথটা সহজ হয়ে যায়। তবে এই চোট-বদলির নিয়ম ব্যবহার করতে হলে আগে চোট পাওয়া খেলোয়াড়ের লিখিত সম্মতি লাগে, যাতে তাঁর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য লা লিগা পর্যালোচনা করতে পারে।
কিন্তু টের স্টেগেন এই অনুমতি না দিলে লা লিগা সেই তথ্য খতিয়ে দেখবে না। আর না দেখলে চোট-বদলির নিয়ম কার্যকর হবে না। তাতে তাঁর বেতন দলের মোট বেতনের হিসাব থেকে বাদও দেওয়া যাবে না। আর সেটা বাদ না দিতে পারলে বার্সা নতুন কাউকে লিগে নিবন্ধনও করাতে পারবে না। কারণ তাতে বেতন-সীমা (স্যালারি ক্যাপ) নীতি ভঙ্গ হবে।
বার্সেলোনা অবশ্য স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা বিশ্বাস করে যে টের স্টেগেনের সম্মতি ছাড়াই তাঁর মেডিক্যাল রিপোর্ট লা লিগার কাছে জমা দেওয়ার আইনি অধিকার তাদের আছে। আবার টের স্টেগেন মনে করেন, এই তথ্যগুলো ব্যক্তিগত গোপনীয়তা আইনের আওতায় সুরক্ষিত। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসইআর-এর খবর অনুযায়ী, বার্সেলোনা তাঁর এই যুক্তি মানতে নারাজ।
দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম সফর থেকে ফেরার পর বার্সেলোনার টের স্টেগেনের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও এএস জানিয়েছে, সেই বৈঠকটি বাতিল করা হয়েছে। বার্সেলোনার কর্তাব্যক্তিরা টের স্টেগেনের ওপর বেশ চটেছেন। তাঁদের মনে হচ্ছে, তিনি ক্লাবের ক্ষতি করছেন।
টের স্টেগেন যেহেতু তাঁর মেডিক্যাল রিপোর্ট ব্যবহারের সম্মতি দিতে অস্বীকার করেছেন, বার্সেলোনা তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখছে। এর মধ্যে তাঁকে জরিমানা করার খবরও শোনা যাচ্ছে। তবে স্প্যানিশ আইনজীবী ক্রিস্টিয়ান জারোকা বার্সাকে সতর্ক করে বলেছেন, তাদের সাবধানে পদক্ষেপ নিতে হবে। যদি কোনো আদালত মনে করেন এই শাস্তি আসলে জোরজবরদস্তি বা প্রতিশোধমূলক, তাহলে টের স্টেগেন ‘প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানসিক চাপ’ দেওয়ার জন্য বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন।
এই পুরো ব্যাপারটাই বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, দিন দশেক পরেই লা লিগায় বার্সার প্রথম ম্যাচ মায়োর্কার বিপক্ষে। অথচ লিগে ইনাকি পেনা এখন দলে একমাত্র ফিট গোলকিপার, যিনি লিগে নিবন্ধিত। আরেক গোলকিপার ভয়েচেক সেজনির নিবন্ধন বাকি। আবার এই ট্রান্সফার উইন্ডোতেই তাঁর ক্লাব ছাড়ার কথাও শোনা যাচ্ছে। জরুরি বিকল্প হিসেবে রিজার্ভ দল থেকে তরুণ গোলরক্ষক ডেভিড কোচেনকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারেন ফ্লিক, তবে সেটাও আদর্শ সমাধান নয়।
সমাধান দিতে পারেন একমাত্র টের স্টেগেনই।