ফিফা ফাউন্ডেশন ও অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হতে যাচ্ছে ‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ নামের একটি বিশেষ প্রকল্প।
ফিফা ফাউন্ডেশন ও অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হতে যাচ্ছে ‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ নামের একটি বিশেষ প্রকল্প।

ফিফা ও অভিযাত্রিক ফাউন্ডেশন ফুটবল প্রশিক্ষণ দেবে ঢাকার এক হাজারের বেশি শিশুকে

ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ নামের একটি বিশেষ প্রকল্প। ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত হবে এই প্রকল্প, যার মাধ্যমে আগামী দুই বছরে ঢাকার এক হাজারের বেশি সুবিধাবঞ্চিত শিশুকে ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহমেদ ইমতিয়াজ জামি।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরার পর আহমেদ ইফতিয়াক জামি বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশন ও ফিফা ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গর্বের ও সম্মানের বিষয়। এর আগে এই কর্মসূচি ৫৭টি দেশে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।’

‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান

জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘অভিযাত্রিক ও ফিফা ফাউন্ডেশন একসঙ্গে একটি খেলার মাঠকে শান্তির প্ল্যাটফর্মে রূপান্তর করছে, এটি সত্যিই গর্বের।’

সহকারী কমিশনার রাজিয়া সুলতানা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ‘‘প্লেয়িং ফর পিস’’ প্রকল্পটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটি স্থায়ী সামাজিক প্রভাব ফেলতে পারবে।’

বাংলাদেশ প্যারা ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান আল-আমিন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য পেশাদার ক্রীড়া প্রশিক্ষণ একটি বিরল সুযোগ। এই সুযোগ সৃষ্টি করায় আমরা অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।’

প্রকল্প নিয়ে উপস্থাপনা শেষে বিদ্যালয়ের শিক্ষক ও প্রশিক্ষকেরা প্রোগ্রামের উদ্দেশ্য ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।