
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন চ্যাম্পিয়ন পিএসজি আছে, আছে লিওনেল মেসির ইন্টার মায়ামিও। প্রিমিয়ার লিগের অন্যতম ‘পাওয়ার হাউস’ ম্যানচেস্টার সিটিও আছে।
তবে এসব দলের কেউই এখন পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপে সাড়া ফেলতে পারেনি। আগামীকাল শুরু হতে যাওয়া ৩২ দলের এই আসরের প্রায় সব দলের প্রথম ম্যাচের অনেক টিকিট এখনো অবিক্রীত।
তবে ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ‘এইচ’ গ্রুপে থাকা রিয়ালের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরবের আল হিলাল। ১৮ জুনের ম্যাচটির ৬৫ হাজার ৩২৬ টিকিটের সবই ‘সোল্ড আউট’ বলে জানিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠান।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়াল-হিলাল ম্যাচের টিকিট শুধু রিসেলে (পুনর্বিক্রি) পাওয়া যাচ্ছে। যা কেনা যাবে অফিশিয়াল টিকিট এজেন্সি টিকিটমাস্টারে। সবচেয়ে সস্তা টিকিটের দাম পড়ছে ২৫০ মার্কিন ডলার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়েই রিয়াল কোচ হিসেবে জাবি আলোনসোর অভিষেক হবে।
দ্য অ্যাথলেটিকের খবরে বলা হয়েছে, ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট বিক্রির ধীরগতি নিয়ে ফিফা চিন্তিত। আগামীকাল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ও মিসরের আল আহলি। মেসির মতো খেলোয়াড় থাকার পরও টুর্নামেন্ট শুরুর একদিন আগেও টিকিট বিক্রি শেষ হয়নি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিপুল দর্শক সমাগম নিশ্চিত করতে বিশেষ একটি উদ্যোগও নিয়েছে ফিফা। মায়ামি ডেড কলেজের শিক্ষার্থীরা ২০ ডলার দিয়ে ১ টিকিট কিনলে তাদের আরও ৪টি টিকিট ফ্রি দেওয়া হবে। তবে টিকিটের দাম এবং সহজলভ্যতায় রিয়াল মাদ্রিদের ম্যাচের চিত্র সম্পূর্ণ উল্টো।
১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২২ জুন পাচুয়ার বিপক্ষে। ম্যাচটি হবে নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। ৭৪ হাজার দর্শক ধারণক্ষমতার ম্যাচটির সবচেয়ে সস্তা টিকিটের দামও ১১৫ মার্কিন ডলার, যা উদ্বোধনী ম্যাচের টিকিটের চেয়ে কয়েক গুণ দামি। গ্রুপে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ ২৬ জুন সাল্জবুর্গের বিপক্ষে। ফিলাডেলফিয়ার ম্যাচটির টিকিট এখনো পাওয়া যাচ্ছে।