ক্রিস্টিয়ানো রোনালদো নিজের কাজটা করছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে গোল করেছেন ৩৩টি। করিয়েছেন আরও ৪টি। কিন্তু দল?
এমন পারফর্ম করার পরও রোনালদোর দল আল নাসর শিরোপাহীন। চলতি মৌসুমেও কোনো শিরোপা জয়ের সুযোগ নেই দলটির। তাতে হতাশ রোনালদো ক্লাবের সঙ্গে নতুন চুক্তি আপাতত স্থগিত রেখেছেন, এমন খবর দিয়েছে মার্কা।
সৌদি প্রো লিগ এখনো শেষ হয়নি। রোনালদোর আল নাসরের ম্যাচ বাকি এখনো চারটি। তবে এরই মধ্যে লিগে শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। ৮ মে আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে লিগ জয়ের স্বপ্ন মিলিয়ে গেছে আল নাসরের। ৩৪ ম্যাচের লিগে ৪ ম্যাচ বাকি থাকতে আল নাসরের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষ দল আল ইত্তিহাদ।
৩০ ম্যাচে ৭১ পয়েন্ট দলটির। চারে থাকা আল নাসরের সমান ম্যাচে পয়েন্ট ৬০। এর আগে গত মাসে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় আল নাসর।
গুরুত্বপূর্ণ ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর রোনালদোর প্রতিক্রিয়া ক্লাব কর্তারাও ভালোভাবে নেয়নি। সেদিন ম্যাচ শেষেই ক্ষুব্ধ রোনালদো মাঠ ছেড়ে চলে যান। এর আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল, নতুন চুক্তিতে আল নাসরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও পাবেন তিনি।
সংবাদমাধ্যমটি সেই চুক্তিকে বর্ণনা করছিল ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে। মালিকানাস্বত্বের ৫ শতাংশের সঙ্গে এক মৌসুমের জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২ হাজার ২৯৫ কোটি টাকা পাওয়ার কথা সেই প্রতিবেদনে বলা হয়েছিল। কয়েক মাস যেতে না যেতেই সেই মার্কাই খবর দিল আপাতত দুই পক্ষের চুক্তি স্থগিত।
২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত লিগ বা মহাদেশীয় কোনো শিরোপাই জিততে পারেননি। একমাত্র অর্জন ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জয়। আড়াই বছর পেরিয়ে যাচ্ছে বলে এখন হয়তো প্রাপ্তির হিসাবই কষছেন রোনালদো।