ছবির গল্পে চ্যাম্পিয়নস লিগের ঝলমলে রাত

চ্যাম্পিয়নস লিগের রাত মানেই অসাধারণ সব মুহূর্তের গল্প। গতকাল রাতেও ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখা গেছে দারুণ কিছু দৃশ্য। যেখানে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো পরাশক্তির পাশাপাশি মাঠে নেমেছিল কাইরাত আলমাতির মতো নবাগত দলও। চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে এ আয়োজন।
নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে দানি ওলমোকে। মজা করে হাত না দিয়ে ধরেই পানীয় পান করার চেষ্টা করছেন এই বার্সা তারকা
কাইরাতের বিপক্ষে গোলের পর এক সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করছেন স্পোর্টিং লিসবনের পর্তুগিজ মিডফিল্ডার গিওভানি কুয়েন্দা
বার্সেলোনার বিপক্ষে খেলোয়াড়দের উজ্জীবিত করতে গ্যালারিতে এভাবেই ফেস্টুন-ব্যানার নিয়ে প্রদর্শনী করেন নিউক্যাসলের ভক্ত-সমর্থকেরা। যদি শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে নিউক্যাসল
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলেছে কাইরাত আলমাতি। স্পোর্টিং লিসবনের কাছে ৪-১ গোলে অবশ্য হেরে গেছে তারা। খেলায় হারলেও ম্যাচের পর এভাবে দর্শক ধন্যবাদ জানিয়েছে দলটির খেলোয়াড়েরা
মোনাকোর বিপক্ষে ক্লাব ব্রুগার ৪-১ গোলে জেতা ম্যাচে দলীয় পতাকা উড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন ব্রুগার এক সমর্থক
কদিন আগেও কেভিন ডি ব্রুইনার সহায়তায় গোল করেছেন আর্লিং হলান্ড। কিন্তু গতকাল রাতে একে অপরের প্রতিপক্ষ হিসেবে খেলেছেন তাঁরা। মাঠের প্রতিদ্বন্দ্বিতা যে ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলেনি, ছবিটিই সেটা বলে দিচ্ছে
নিউক্যাসল ও বার্সেলোনা উভয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন ববি রবসন। নিউক্যাসলের সেন্ট জেমস পার্কের বাইরে তাঁর একটি ভাস্কর্যও আছে। সেই ভাস্কর্যটিকে গতকাল রাতে পরানো হয়েছিল নিউক্যাসল ও বার্সার লোগোসংবলিত স্কার্ফ
গোলের লক্ষ্যে অ্যাক্রোবেটিক স্টাইলে শট নিচ্ছেন বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। নিজে গোল না পেলেও জয় পেয়েছে দল