বার্সেলোনা স্কোয়াডে থাকা চার গোলরক্ষক টের-স্টেগেন, শেজনি, পেনা ও গার্সিয়া।
বার্সেলোনা স্কোয়াডে থাকা চার গোলরক্ষক টের-স্টেগেন, শেজনি, পেনা ও গার্সিয়া।

বার্সেলোনায় চার গোলকিপার, খেলানোর মতো মাত্র একজন

বার্সেলোনা স্কোয়াডে থাকা চার গোলরক্ষক হলেন টের-স্টেগেন, শেজনি, পেনা ও গার্সিয়া। কিন্তু এই চারজনের মধ্যে লা লিগায় খেলার জন্য নিবন্ধিত শুধু পেনা।

লা লিগার নতুন মৌসুম শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। কিন্তু এর আগে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক—তাঁর দলে চারজন গোলকিপার, কিন্তু খেলানোর মতো অবস্থায় আছেন আপাতত শুধু একজন!

এই মৌসুমে বার্সেলোনা স্কোয়াডে থাকা চার গোলরক্ষক হলেন মার্ক-আন্দ্রে টের-স্টেগেন, ভয়চেক শেজনি, ইনাকি পেনা ও নতুন আসা জোয়ান গার্সিয়া। কিন্তু এই চারজনের মধ্যে লা লিগায় খেলার জন্য নিবন্ধিত শুধু ইনাকি পেনা।

টের-স্টেগেন আপাতত মাঠের বাইরে। দীর্ঘদিন ধরেই কোমরের নিচের অংশে ব্যথায় ভুগছেন তিনি। আগামী সপ্তাহেই তাঁর অস্ত্রোপচার করানো হবে, এটা নিশ্চিত করেছে বার্সেলোনাই। অন্যদিকে শেজনি ও গার্সিয়া এখনো লিগে নিবন্ধিত নন। কারণ, লা লিগার বেতন-সীমা (স্যালারি ক্যাপ) নীতি মেনে তাঁদের নিবন্ধনই করাতে পারছে না বার্সা।

চোটের কারণে মাঠের বাইরে টের-স্টেগেন

ফ্লিক শুরুতে পেনাকে ছাড়াই জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রাক্‌-মৌসুম সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পেনাকে দলে নিতে হয়েছে, হয়তো বাধ্য হয়ে খেলাতেও হবে। অথচ এই পেনাই কিছুদিন আগে ক্লাব ছাড়ার কথা ভাবছিলেন। এতেই বোঝা যাচ্ছে, বার্সার অর্থনৈতিক সমস্যাটা কতটা জটিল।

টের-স্টেগেনের চোট বার্সেলোনার জন্য তাই এক অর্থে শাপে বর হয়ে এসেছে। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, এই চোটের কারণে বার্সেলোনা ফিফার কাছ থেকে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতিপূরণ পাবে।

শুধুমাত্র পেনাই এখন পর্যন্ত লা লিগায় বার্সেলোনার হয়ে খেলার মতো অবস্থায় আছেন

ফিফার ক্লাব প্রটেকশন প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে চোট পান এবং টানা ২৮ দিনের বেশি মাঠের বাইরে থাকেন, তবে ফিফা প্রতিদিনের হিসেবে ক্লাবকে ২০ হাজার ৫৪৮ ইউরো করে ক্ষতিপূরণ দেবে। এই প্রটেকশন প্রোগ্রামের অধীনে এক খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ৭৫ লাখ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়। এর আগেও গাভির স্পেনের হয়ে এবং আরাউহোর উরুগুয়ের হয়ে চোট পাওয়ার পর এই স্কিম থেকে অর্থ পেয়েছিল বার্সা।

জুনে জাতীয় দল জার্মানির হয়ে খেলতে গিয়েই চোটে পড়েন টের স্টেগেন।  এখন অস্ত্রোপচার করা হলে চার মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে তাঁর এই বাইরে থাকাটা বার্সেলোনাকে যেমন আর্থিকভাবে সাহায্য করবে, একই সঙ্গে লা লিগার বেতন–সীমা নীতি মেনে খেলোয়াড় নিবন্ধন করানোর পথটাও একটু সহজ করে দেবে।  

লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি তিন মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তাহলে তাঁর বার্ষিক বেতনের ৮০ শতাংশ হিসাব থেকে বাদ দিতে পারবে। টের-স্টেগেন বার্সেলোনার সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। এখন তাঁর বেতনের ৮০ ভাগ যদি ক্লাব হিসাব থেকে বাদ দিতে পারে, তাহলে লিগের বেতন-সীমা নিয়ম মেনেই গোলকিপার জোয়ান গার্সিয়া ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা মার্কাস রাশফোর্ডকে নিবন্ধন করাতে পারবে বার্সেলোনা। শেজনির বেতন বেশ কম, তাই তাঁকে নিবন্ধিত করা তুলনামূলক সহজ—তবে সেটাও নির্ভর করছে দলে অন্য খেলোয়াড়দের চলে যাওয়ার ওপর।

তবে এখন পর্যন্ত এই সবই হচ্ছে কাগজে-কলমের হিসাব। আপাতত গোলবার সামলানোর জন্য ফ্লিক পেনা ছাড়া আর কাউকে পাচ্ছেন না। এই সংকট মাথায় রেখেই প্রাক্‌-মৌসুম সফরে জরুরি বিকল্প হিসেবে রিজার্ভ দল থেকে তরুণ গোলরক্ষক ডেভিড কোচেনকে দলে রেখে ৩০ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্লিক।