আপাতত বিশ্রাম নেওয়ার ইচ্ছে নেই ব্রুনো ফার্নান্দেজের
আপাতত বিশ্রাম নেওয়ার ইচ্ছে নেই ব্রুনো ফার্নান্দেজের

‘মরার পর’ বিশ্রাম নিতে চান ব্রুনো ফার্নান্দেজ

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৬৩ ম্যাচ খেলেছেন ব্রুনো ফার্নান্দেজ। চোট বা অসুস্থতার কারণে ১৩ বছরের পেশাদার ক্যারিয়ারে মিস করেছেন মাত্র ৬ ম্যাচ। এই পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্যই বটে। চলতি মৌসুমের পরিসংখ্যানও অনেকটা একই রকম।

২০২৪–২৫ মৌসুমে এখন পর্যন্ত চোটের কারণে কোনো ম্যাচ মিস করেননি ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৩৩টিতেই ছিলেন স্কোয়াডে। ৩২ ম্যাচে ছিলেন শুরুর একাদশে এবং একটিতে মাঠে নেমেছেন বেঞ্চ থেকে

ইউরোপা লিগে ১৩ ম্যাচের মধ্যে ১২টিতেই শুরুর একাদশে ছিলেন ফার্নান্দেজ। নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি এক ম্যাচ। আর যেগুলোয় মাঠে ছিলেন, শুধু একটি ম্যাচে ৮১ মিনিটে তুলে নেওয়া হয় তাঁকে, আর বাকি সব ম্যাচে ছিলেন শেষ পর্যন্ত। এ ছাড়া এফএ কাপ ও লিগ কাপে ছয় ম্যাচের প্রতিটিতে খেলেছেন তিনি। এই ছয় ম্যাচের একটিতে বদলি নেমে ২৮ মিনিট খেলেছেন এই পর্তুগিজ তারকা। বাকি সব ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন তিনি।

সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫২ ম্যাচে ৪,৪৯১ মিনিট মাঠে ছিলেন ফার্নান্দেজ। ফিটনেস সমস্যা ও ক্লান্তিতে ভেঙে পড়ার এই যুগে এমন পরিসংখ্যান যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই ঈর্ষণীয়। তবে শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি মানসিকভাবেও ফার্নান্দেজ বেশ শক্তিশালী, ভিন্ন এক ধাতুতে গড়া। ‘ক্লান্তি’ শব্দটি যেন তাঁর অভিধানেই নেই।

ব্রুনো ফার্নান্দেজের উদ্‌যাপন

গতকাল রাতে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের পর একই কথা বলেছেন ফার্নান্দেজ নিজেও। বলেছেন, আপাতত দায়িত্ব নিয়ে খেলে যেতে চান, বিশ্রামের বিষয়টি ‘মৃত্যুর পরের জন্য’ রেখে দিয়েছেন।

ইউরোপা লিগ সেমিফাইনালে বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইউনাইটেডকে জেতানো ফার্নান্দেজ বলেছেন, ‘ইউনাইটেড একটি বৈশ্বিক ক্লাব। আমাদের ওপর অনেক মনোযোগ, অনেক চাপ থাকে। কিন্তু এটাই ফুটবল। এটা এমন কিছু, যা আমি করতে ভালোবাসি। সত্যি বলতে, আমি চাপ অনুভব করি। প্রতিবার পেনাল্টি নেওয়ার সময় আমি চাপ অনুভব করি। আমি মনে করি এটা ফুটবলের ভালো দিক। এটা এমন কিছু, যা আমি উপভোগ করি। কারণ, আমি যখন ক্যারিয়ার শেষ করব, এই চাপ চলে যাবে। আমি অনেক আরামে থাকতে পারব।’

একই কথা কোচ ও ফিজিওকেও বলেছেন জানিয়ে ফার্নান্দেজ এরপর যোগ করেন, ‘যখন তাঁরা আমাকে বিশ্রাম নিতে বলেন, আমি কোচ বা ফিজিওকে এটাই বলি। যেমন আমি বলি, যখন আমি মারা যাব, বিশ্রাম নেওয়ার জন্য অনেক সময় থাকবে।’