ট্রায়ালে তরুণ ফুটবলাররা।
ট্রায়ালে তরুণ ফুটবলাররা।

হামজা-শমিত হওয়ার স্বপ্নে ট্রায়ালে ৪৯ প্রবাসী ফুটবলার

যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, কানাডা, ইতালিসহ বিশ্বের ১৪টি দেশ থেকে ৪৯ তরুণ ফুটবলার আজ জাতীয় স্টেডিয়ামে ট্রায়াল দিয়েছেন। লক্ষ্য, বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী হামজা চৌধুরী-শমিত সোম হওয়া। সকালে ও বিকেলে দুই দফায় ট্রায়াল পরিচালনা করা হয়। এর মধ্যে সকালে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ২৪ জন, আর বিকেলে বাকি ২৫ জন ফুটবলার অংশ নেন। তিন দিন ব্যাপী এই ট্রায়ালের প্রথম দিনের ছবি দেখুন
ট্রায়াল পর্যবেক্ষণে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ডানে মোহামেডান কোচ ও সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, বাঁয়ে জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক ফুটবলার হাসান আল মামুন
ছিল শারীরিক সক্ষমতা যাচাই
খেলোয়াড় পরখ করতে ট্রায়ালে ছিলেন মাহবুব হোসেন রক্সি ও গোলাম রব্বানী ছোটনও
বল মুভমেন্ট অনুশীলনও ছিল ট্রায়ালে
ট্রায়ালে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে ফাইভ বনাম ফাইভ ও নাইন বনাম নাইন ম্যাচ খেলানো হয়েছে
ট্রায়ালের একটি পর্ব শেষ ফিরে আসছেন ফুটবলাররা
ট্রায়াল দিয়েছেন সুইডেন অনূর্ধ্ব-১৬ দলে খেলা তাসিন হোসেন। ট্রায়ালের পর হাসিমুখে বাবা-মায়ের সঙ্গে তাসিন
ট্রায়ালে অংশ নেওয়া তরুণদের একাংশ