Thank you for trying Sticky AMP!!

মদিনায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ফুটবল দল

মদিনায় জামাল ভূঁইয়ারা খেলবেন ‘রুদ্ধদ্বার’ প্রস্তুতি ম্যাচ

সিলেটে তিন জাতি টুর্নামেন্ট সামনে রেখে সৌদি আরবের মদিনায় এখন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। সৌদি আরব যাওয়ার অন্যতম উদ্দেশ্য দুটি অনুশীলন ম্যাচ খেলাও। আর সেই ম্যাচ দুটির প্রতিপক্ষ ঠিক করে দিতে সৌদি ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছিল বাফুফে। তাতে মিলেছে সাড়াও।

১১ মার্চ বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরবের প্রথম বিভাগের ক্লাব ওহুদ। ১৬ মার্চ মদিনা থেকে দেশে রওনা হওয়ার আগের দিন দ্বিতীয় অনুশীলন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফ্রিকার দেশ মালাউই।

Also Read: ২২ বছর পর কেমন হবে বাংলাদেশের ফুটবলারদের সৌদি আরব সফর

ফিফার র‍্যাঙ্কিংয়ে মালাউইর অবস্থান ১২৪ নম্বরে। বাংলাদেশ যেখানে ১৯২, সেখানে ১২৪তম দেশের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে পারা একটা সুযোগই বটে। দেশটির আয়তন বাংলাদেশের চেয়ে একটু কম, ১ লাখ ১৮ হাজার ৪৮০ বর্গকিলোমিটার। জনসংখ্যা দুই কোটি।

অনুশীলনে বাংলাদেশ দল

বাংলাদেশের মতো মালাউই জাতীয় ফুটবল দলও এখন মদিনায় ক্যাম্প করছে। যে কারণে তাদের পাওয়া যাচ্ছে ম্যাচ খেলার জন্য। দলটি আফ্রিকান নেশনস কাপে খেলেছে সর্বশেষ ২০২১ সালে। বাফুফে আজ জানিয়েছে, বাংলাদেশ-মালাউই ম্যাচটি হতে পারে ফিফা টায়ার ওয়ান ম্যাচ। তবে সেটা হবে রুদ্ধদ্বার। রুদ্ধদ্বার ম্যাচ হবে আগেরটিও।

Also Read: মার্চে সেশেলস ও ব্রুনেইয়ের বিপক্ষে সিরিজ খেলবেন জামাল ভূঁইয়ারা

অনুশীলন ম্যাচ হলেও বাংলাদেশের ফুটবলারা তাকিয়ে আছেন ম্যাচ দুটির দিকে। গোলকিপার আনিসুর রহমান যেমন বলেন, ‘এই ম্যাচ দুটি আমাদের কাজে লাগবে। ম্যাচে ভালো-মন্দ দিক দেখে আমরা সিলেটে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলব।’ মিডফিল্ডার সোহেল রানার কথা, ‘আমরা ভালোভাবে অনুশীলন করছি। এখানে ঠিকমতোই চলছে সবকিছু। আশা করছি, অনুশীলন ম্যাচ দুটি খেলে আমরা নিজেদের আরও প্রস্তুত করতে পারব সিলেটের টুর্নামেন্টের জন্য।’

ব্রুনেই ও সেশেলসকে নিয়ে সিলেটে তিন জাতি টুর্নামেন্ট ২২ থেকে ২৮ মার্চ।