ছবির গল্পে মেসির শেষের শুরু

নাটকীয় কোনো পরিবর্তন না হলে আর্জেন্টিনার মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ তো বটেই, সম্ভবত দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচটা আজ সকালে খেলে ফেলেছেন মেসি। স্ত্রী–সন্তানসহ পুরো পরিবার এদিন সঙ্গ দিয়েছে মেসিকে। ম্যাচের আগে সন্তানদের সঙ্গে মেসি একান্ত সময় কাটানোর মুহূর্তও ছিল আবেগাপ্লুত করার মতোই। এমনকি গোলের পর সতীর্থদের সঙ্গে মেসির উদ্‌যাপনও ছিল বিশেষ কিছু। ছবিতে ছবিতে সেই গল্পই এখানে তুলে ধরা হলো।
খেলা শুরুর আগে সতীর্থদের সঙ্গে গা গরম করছেন মেসি
স্ট্যান্ডে দেখা যাচ্ছে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে। মেসির সুখ–দুঃখের সঙ্গী রোকুজ্জো উপস্থিত ছিলেন দেশের মাটিতে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচেও
মাঠের নামের আগে দলের সঙ্গে মেসি ও তাঁর তিন ছেলে
গ্যালারিতে এভাবেই সম্মান জানানো হয়েছে মেসিকে
ম্যাচের আগে তিন ছেলের সঙ্গে মেসির একান্ত মুহূর্ত
গোলের পর সতীর্থদের সঙ্গে মেসির উদ্‌যাপন
ম্যাচ চলাকালে দেখা গেছে এই ব্যানার। যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘সবকিছুর জন্য ধন্যবাদ আমার অধিনায়ক’
আরেকটি ব্যানারে ট্রফিঘেরা মেসি বসে আছেন সিংহাসনে
দলের হয়ে দ্বিতীয় গোলের পর মেসির চিরচেনা উদ্‌যাপন