আজ ৩৮তম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। ১৯৮৭ সালের আজকের দিনে আর্জেন্টাইন শহর রোজারিওতে জন্মগ্রহণ করেন অনেকের কাছেই সর্বকালের সেরা এই ফুটবলার। শৈশব থেকে ফুটবল প্রেমে মগ্ন মেসি পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন মাত্র ১৬ বছর বয়সে। এর মধ্যে বিশ্বকাপসহ ফুটবলের সম্ভাব্য সব অর্জন নিজের ঝুলিতে ভরেছেন এই মহাতারকা। মেসির ৩৮তম জন্মদিন পালনের মুহূর্তে দেখে নেওয়া যাক তাঁর গড়া ৩৮টি বিরল রেকর্ড।