Thank you for trying Sticky AMP!!

হতাশ করেছেন হলান্ড

হলান্ড নিচের স্তরের লিগের খেলোয়াড়দের মানের—বললেন রয় কিন

বড় ম্যাচে আবারও নিষ্প্রভ আর্লিং হলান্ড। আর্সেনালের বিপক্ষে গতকাল রাতে শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ চোখ ছিল হলান্ডের ওপর। কিন্তু নিজের ছায়াতেই পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন এই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। গোল কিংবা গোলে সহায়তা দূরে থাক, গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেননি এই নরওয়েজিয়ান। ৯০ মিনিট মাঠে থেকে সব মিলিয়ে শটই নিয়েছেন ৪টি।

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শীর্ষ চারে থাকা তিন দলের বিপক্ষে ৫ ম্যাচ খেলে হলান্ড গোল করেছেন মাত্র একটি। এমন পারফরম্যান্সের পর এখন বেশ সমালোচনার মুখে আছেন হলান্ড। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন তো তাঁকে নিচের স্তরের লিগের মানের খেলোয়াড় বলে মন্তব্য করেছেন। সাবেক এই আইরিশ মিডফিল্ডারের মতে, সব মিলিয়ে হলান্ডের খেলা খুবই নিম্নমানের।

Also Read: অবিশ্বাস্য মিসেও যেভাবে ‘গ্রেট’ হলান্ড

আর্সেনালের বিপক্ষে হলান্ডের হতাশাজনক পারফরম্যান্স দেখে স্কাই স্পোর্টসকে কিন বলেছেন, ‘তার মাঠের খেলা খুবই নিম্নমানের। এটা শুধু আজকের কথা নয়, আমি সাধারণভাবেই এমনটা মনে করি।’

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ গোল করেছেন হলান্ড। এর আগে গত মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে ভেঙেছেন একাধিক রেকর্ড। কিনের অবশ্য হলান্ডের গোল করার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, ‘গোলমুখে সে বিশ্বসেরা। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে তার সাধারণ খেলা খুবই নিম্নমানের।’

হলান্ডকে কড়া মার্কিংয়ে রেখেছিল আর্সেনাল

শুধু গোল করার চিন্তা বাদ দিয়ে হলান্ডকে মাঠের খেলায় উন্নতি করতে হবে বলেও মন্তব্য করেছেন কিন, ‘তাকে এটার (খেলার) উন্নতি করতে হবে। সে অনেকটা লিগ টুতে (চতুর্থ স্তর) খেলা খেলোয়াড়ের মতো। তাকে আমি এভাবেই দেখি। মাঠের সাধারণ খেলায় তাকে উন্নতি করতে হবে এবং এটা কয়েক বছরের মধ্যে হবে। সে অসাধারণ একজন স্ট্রাইকার। কিন্তু তাকে তার সামগ্রিক খেলায় আরও উন্নতি করতে হবে।’

Also Read: ৯ শট নিয়ে গোল পাননি হলান্ড, দুশ্চিন্তা নেই গার্দিওলার