Thank you for trying Sticky AMP!!

ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি হাতে হাস্যোজ্জ্বল আর্লিং হলান্ড

ট্রেবল জিততে সবই করবেন হলান্ড

ইউরোপীয় ফুটবলে এ মৌসুমে ট্রেবল জেতার সুযোগ আছে শুধু একটি ক্লাবের, সেটি ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে দলটি। সামনে আছে এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

সিটির ট্রেবলের কাছাকাছি পৌঁছে যাওয়ার পেছনে মাঠে বড় অবদান আর্লিং হলান্ডের। ২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকার এরই মধ্যে ৫১ ম্যাচে ৫২ গোল করেছেন। গত জুনে সিটিতে যোগ দেওয়ার পর এরই মধ্যে অর্জনের খাতায় যুক্ত হয়েছে লিগ শিরোপা। এবার তাঁর চোখ চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপে। বললেন, ট্রেবল জিততে সবকিছুই করবেন।

Also Read: ‘হলান্ড’ হয়ে ওঠার আগেই তাঁকে চেলসিতে নিতে চেয়েছিলেন ল্যাম্পার্ড

ম্যানচেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগ জিতেছে টানা তৃতীয়বারের মতো, যা সর্বশেষ ছয় বছরের মধ্যে পঞ্চম। প্রিমিয়ার লিগে দাপুটে সময় কাটালেও চ্যাম্পিয়নস লিগে সিটির অর্জন এখনো শূন্য। বিবিসির ক্রীড়া সম্পাদক ড্যান রোয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ট্রফিটিকেই প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন হলান্ড, ‘চ্যাম্পিয়নস লিগের জন্যই ওরা আমাকে এখানে এনেছে। এখানে লুকানোর কিছু নেই।’

হলান্ড এখন ট্রেবল জেতার অপেক্ষায়

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। আর এফএ কাপের ফাইনাল প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি ট্রফি জিতলে ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয় করবে সিটি। হলান্ড এখন সেটিরই অপেক্ষায়। এ জন্য খেলতে চান নিজের সর্বোচ্চটা দিয়ে, ‘এর জন্য আমার পক্ষে যা কিছু সম্ভব, সবই করব। এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আশা করি, স্বপ্নটা সত্যি হবে।’

Also Read: রেকর্ড গড়ে বর্ষসেরার পুরস্কার জিতলেন হলান্ড

সিটির সামনে ট্রেবল জয়ের যে দুটি ধাপ বাকি, দুটিই কঠিন চ্যালেঞ্জের বলে মনে করেন হলান্ড, ‘ট্রেবল জেতাটা সহজ হবে না। কারণ, দুই ফাইনালের প্রতিপক্ষ দুটি ভালো দল। উভয় দল উদ্দীপিত থাকবে। আমাদের নিজেদের সেরাটা খেলতে হবে। আর নিজেদের সেরাটা খেলতে পারলে ট্রেবল জেতার ভালো সুযোগ আছে আমাদের।’

প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমেই ৩৬ গোল করেছেন হলান্ড, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ।

Also Read: হলান্ড পেনাল্টি না নেওয়ায় ক্ষুব্ধ গার্দিওলা