হোটেলেই সময় কাটছে বাংলাদেশের ফুটবলারদের
হোটেলেই সময় কাটছে বাংলাদেশের ফুটবলারদের

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

এশিয়ান কাপ বাছাই খেলতে নেপালে যাওয়া বাংলাদেশ ফুটবল দল রাজনৈতিক অস্থিরতায় কাঠমান্ডুতে আটকা পড়েছে। বিক্ষোভকারীরা হোটেলের গেট ভাঙচুরের চেষ্টা করলে ফুটবলাররা আতঙ্কিত হয়ে পড়েন। ফ্লাইট বাতিল হওয়ায় দলের দেশে ফেরা অনিশ্চিত। সুমন রেজা, শাহরিয়ার ইমন, তাজ উদ্দিন তাদের দুশ্চিন্তার কথা জানিয়েছেন। গোলকিপার সুজন হোসেনের পরিবার উদ্বিগ্ন। ইসা ফয়সাল জানান, হোটেলের পাশে সংসদ সদস্যের বাসভবনেও হামলা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত দেশে ফিরতে চান ফুটবলাররা।