
গতকাল ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। কিন্তু আলোকস্বল্পতায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে স্থগিত হয়ে যায় ম্যাচটি। ফাইনালের বাকি ১৫ মিনিট কবে হবে সেটি জানিয়েছে পেশাদার লিগ কমিটি। আজ বিকেলে বাফুফে ভবনে কমিটির সভা শেষে জানানো হয়, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামেই ২৯ এপ্রিল হবে ম্যাচের বাকি অংশ।
সভা শেষে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলা ময়মনসিংহেই হবে। ২৯ এপ্রিল বেলা সাড়ে তিনটায় দুই দল আবার মাঠে নামবে। এটাই আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। আর ১৫ মিনিটের মধ্যে রেজাল্ট না এলে বাইলজ অনুযায়ী টাইব্রেকারে ফল নির্ধারণ হবে।’
ঘরোয়া ক্রিকেট ও হকিতে আলোকস্বল্পতার কারণে ম্যাচ স্থগিত কিংবা পরদিন খেলা গড়ানোর ঘটনা থাকলেও ফুটবলের ইতিহাসে এমন কিছু আগে ঘটেছে কি না, মনে করতে পারেননি কেউ।
ফেডারেশন কাপের বাইলজের ৭.১ নম্বর ধারায় বলা আছে, মাঠ খেলার অনুপযোগী হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা আলোকস্বল্পতা দেখা দিলে রেফারি ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত বলে ঘোষণা দিতে পারবেন।
এই ধারায় আরও বলা আছে, যে অবস্থায় যেভাবে এবং যেখান থেকে ম্যাচ স্থগিত হবে, এরপর ঠিক একই জায়গা থেকে আবার ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে। আর ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু নির্ধারণ করবে সংশ্লিষ্ট ফেডারেশন বা পেশাদার লিগ কমিটি।
এমন নিয়ম মাথায় রেখেই আজ বিকেল পাঁচটায় শুরু হয় লিগ কমিটির সভা। দীর্ঘ সময় আলোচনার পর শেষ পর্যন্ত কমিটির সদস্যদের সম্মতিতে কিংস-আবাহনী ফাইনালের বাকি অংশের জন্য ভেন্যু ও দিন–তারিখ ঠিক করে এ কমিটি।
এর আগে মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১–১ গোলে সমতায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এরপর ১০৫ মিনিট পর্যন্ত খেলা হওয়ার পর ম্যাচ স্থগিত করেন রেফারি সায়মন হাসান। যদিও আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাসের দাবি, যে আলো ছিল তাতে ম্যাচ চালিয়ে নেওয়া যেত।