Thank you for trying Sticky AMP!!

আর্সেনালের দ্বিতীয় গোলের পর জেসুসের উল্লাস

‘জেসুস যা করেছে তা শেখানো যায় না’

আর্সেনালের আরেকটা ম্যাচ, আরও একবার জ্বলে উঠলেন গ্যাব্রিয়েল জেসুস। লেস্টার সিটির বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল পেলেও কাল বোর্নমাউথের মাঠে স্কোরশিটে নাম লেখাতে না পারলেও দলের ৩-০ ব্যবধানের জয়ে প্রথম দুটি গোলেই বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৫ মিনিটে মার্টিন ওডেগার্ডের করা প্রথম গোলটি এসেছে বাঁ প্রান্ত দিয়ে জেসুসের অসাধারণ ড্রিবলিংয়ের ফসল হিসেবে। বাঁ প্রান্তে মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে বোর্নমাউথের তিনজন খেলোয়াড়কে কাটিয়ে জেসুস বল দেন এক সতীর্থকে। সেখান থেকে বল পেয়ে যান ওডেগার্ড, সহজেই বল জালে পাঠান তিনি। ৬ মিনিট পর ওডেগার্ডের দ্বিতীয় গোলটিতে রাখেন সরাসরি অবদান।

Also Read: জিনচেঙ্কোর কাছে জেসুস ‘বিশ্বমানের’, মার্তিনেল্লি ‘হীরা’

পুরো ম্যাচেই প্রতিপক্ষের রক্সণে আতঙ্ক ছড়িয়ে গেছেন জেসুস

৫৪ মিনিটে সালিবার করা আর্সেনালের তৃতীয় গোলটিতে জেসুসের কোনো ভূমিকা নেই। সাকার অসাধারণ এক পাস থেকে বাঁ পায়ের শটে গোলটি করেছেন সালিবা। এ গোলে জেসুস কোনো ভূমিকা রাখতে না পারলেও ম্যাচের পুরোটা সময় তিনি প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে গেছেন।

ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা। ম্যাচ শেষে বিবিসিকে তিনি বলেছেন, ‘জেসুস এমন কিছু করেছে, যা আপনি শেখাতে পারবেন না। এটাই ব্যক্তিগত প্রতিভার ঝলক।’

Also Read: ম্যানসিটি থেকে আর্সেনালে গাব্রিয়েল জেসুস

আর্সেনালের হয়ে কালই প্রথম গোল পেয়েছেন দলটির ফরাসি ডিফেন্ডার সালিবা

জেসুসের প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি আরতেতা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বসিত আর্সেনালের কোচ বলে চলেন, ‘সে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছে। তিন গোলের দুটির সঙ্গেই জড়িয়ে আছে সে। সত্যি আমি খুব খুশি। দলে তার অবদান অসাধারণ।’

জেসুসের মতো উইলিয়াম সালিবাও আর্সেনালে নাম লেখানোর পর থেকে দুর্দান্ত খেলছেন। কাল দলের হয়ে ফরাসি ডিফেন্ডার প্রথম গোলও পেয়ে গেছেন। সালিবার জন্যও কিছু প্রশংসা বরাদ্দ রেখেছেন আরতেতা, ‘সে প্রতিদিনই প্রতিটি ক্ষেত্রে উন্নতির চেষ্টা করে। আমি খুব খুশি। আমি মনে করি, সে সত্যি খুব ভালো খেলছে।’

Also Read: উড়ন্ত লাথিতে লাল কার্ড, নেইমারদের কাছে ক্ষমা চাইলেন জেসুস