কাভারাডোনা!
৩৩ বছর পর নাপোলিকে সিরি ‘আ’ জেতানোর পথে ডিয়েগো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়েই তকমাটা পেয়েছিলেন খিচা কাভারাস্কেইয়া। জর্জিয়ান উইঙ্গার এখন আর নাপোলিতে খেলেন না। কাভারাডোনা এখন প্যারিসে, খেলেন ফ্রেঞ্চ লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজিতে। প্রথম মৌসুমেই পিএসজির হয়ে এরই মধ্যে ‘ডাবল’ জিতে গেছেন কাভারাস্কেইয়া। লিগ ‘আঁ’ জয়ের পর শনিবার রাতে কুপ দে ফ্রান্সও জিতেছে তাঁর দল। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে ‘ট্রেবল’ও জিতে যাবেন কাভারাস্কেইয়া।
‘ট্রেবল কোথায়, আমি তো কোয়াড্রপল জিতব’—কাভারাস্কেইয়া প্রতিবাদ করে বলতেই পারেন! সেই প্রতিবাদের জবাবে পাল্টা যুক্তি দেওয়ার কিন্তু উপায় নেই। ২৪ বছর বয়সী তারকা তো এরই মধ্যে এই মৌসুমে তিনটি শিরোপা জিতেই গেছেন।
কীভাবে?
শুক্রবার রাতে কালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে তাঁর সাবেক ক্লাব নাপোলি আবারও সিরি ‘আঁ’ চ্যাম্পিয়ন হয়েছে। আর তাতেই তো মৌসুমে দ্বিতীয়বার চ্যাম্পিয়নের পদক পেয়ে গেছেন কাভারাস্কেইয়া। মৌসুমে শুরুটা তো তিনি নাপোলিতেও করেছিলেন।
কাভারাস্কেইয়া নেপলস ছেড়ে প্যারিসে যোগ দিয়েছে এই জানুয়ারির শীতকালীন দলবদলে। পিএসজিতে যোগ দেওয়ার আগে নাপোলির হয়ে মৌসুমের শুরুতে ১৭টি ম্যাচও খেলেছেন। আর এটাই নাপোলির হয়ে সিরি ‘আ’র আর একটি চ্যাম্পিয়নের পদক এনে দিয়েছে কাভারাস্কেইয়াকে। সিরি ‘আ’র নিয়ম হলো যেসব খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের হয়ে মৌসুমে কমপক্ষে পাঁচটি ম্যাচ খেলেন, তাঁদের সবাইকে পদক দেওয়া হয়।
কাভারাস্কেইয়ার মতো ভিক্টর ওসিমেনও মৌসুমে মাঝপথে নাপোলি ছেড়ে যোগ দেন তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে। ওসিমেন অবশ্য পদক পাবেন না সিরি ‘আ’র। কারণ, আন্তনিও কন্তে তাঁকে ধারে পাঠানোর আগে একটি ম্যাচেও মাঠে নামাননি।
কাভারাস্কেইয়া অবশ্য ইউরোপে এক মৌসুমে দুটি ক্লাবের হয়ে লিগ জেতা প্রথম খেলোয়াড় নন। ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যানিয়েল আমার্টি ২০১৫-১৬ মৌসুমে এফসি কোপেনহেগেনের হয়ে ডেনিশ সুপারলিগা ও লেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হন। জানুয়ারিতে লেস্টারে যোগ দিয়েছিলেন আমার্টি।
পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলো ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জেতেন। জানুয়ারিতে সিটি তাঁকে ধার দিয়েছিল বায়ার্নকে।