Thank you for trying Sticky AMP!!

একের পর এক হার দেখছেন ল্যাম্পার্ড

টানা ১০ হারে ৩৫ বছরের পুরোনো বিব্রতকর রেকর্ডে ল্যাম্পার্ড

গ্রাহাম পটারই কি তবে ভালো ছিলেন? ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে চেলসির পারফরম্যান্স দেখার পর ক্লাবটির সমর্থকেরা এমনটা ভাবতেই পারেন। ব্যর্থতার দায়ে পটারকে সরিয়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে ল্যাম্পার্ডকে ফিরিয়েছিল চেলসি। কিন্তু ব্যর্থতার ধারা থেকে বেরোতেই পারছেন না ল্যাম্পার্ড। শেষ গতকাল আর্সেনালের বিপক্ষে তাঁর দল চেলসি হেরেছে ৩–১ গোলে

এই হারের মধ্য দিয়ে ৩৫ বছরের পুরোনো এক রেকর্ডও ফিরিয়েছেন ল্যাম্পার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে কোচ হিসেবে টানা ১০ ম্যাচ হারের বিব্রতকর এক রেকর্ড গড়েছেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।

Also Read: চেলসিকে হারিয়ে শীর্ষে ফিরল আর্সেনাল

খেলোয়াড় হিসেবে চেলসির অসামান্য সব সাফল্যের সঙ্গী ছিলেন ল্যাম্পার্ড। ক্লাবের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের একজন এই ইংলিশ কিংবদন্তি। কোচ হিসেবেও চেলসিকে দিয়েই যাত্রাটা শুরু করেছিলেন ল্যাম্পার্ড। কিন্তু প্রথমবার দায়িত্ব নেওয়ার পর চেলসিকে সাফল্যের মুখ দেখাতে পারেননি ল্যাম্পার্ড।

ব্যর্থতার দায়ে মৌসুম শেষ হওয়ার আগেই ছাড়তে হয়েছে দায়িত্ব। এরপর এভারটনের কোচ হিসেবে নিয়োগ পান ল্যাম্পার্ড। কিন্তু সেখানেও মেলেনি সাফল্য। টানা চার ম্যাচে হারের পর গত ২৩ জানুয়ারি এভারটন কোচের দায়িত্ব হারান ল্যাম্পার্ড

দলকে পথ দেখাতে পারছেন না ল্যাম্পার্ড

এরপর নতুন কোনো ক্লাবের ডাকের অপেক্ষায় ছিলেন ৪৪ বছর বয়সী এই ইংলিশ কোচ। এর ভেতর গত ৬ এপ্রিল ল্যাম্পার্ডকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দিয়ে ফেরায় চেলসি। কিন্তু এভারটনের হয়ে ব্যর্থতার ধারাবাহিকতা চেলসিতেও বদলাতে পারেননি ল্যাম্পার্ড। চেলসির হয়ে দ্বিতীয়বার ডাগআউটে দাঁড়ানোর পর টানা ৬ ম্যাচে হেরেছেন ল্যাম্পার্ড। সব মিলিয়ে কোচ হিসেবে সর্বশেষ ১০ ম্যাচে হেরেছেন ল্যাম্পার্ড।

Also Read: দ্রগবার অচেনা এই চেলসি আগামী মৌসুমে ইউরোপে থাকবে তো

এর আগে শেষ কোনো ইংলিশ কোচকে এমন তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল ১৯৮৮ সালে। ডার্বির হয়ে সেবার টানা ১০ ম্যাচ হারার বিব৶তকর রেকর্ড গড়েছিলেন আর্থার কক্স। সেই রেকর্ডই এবার স্পর্শ করলেন ল্যাম্পার্ড। হারের এই ধারা থেকে ল্যাম্পার্ডকে অবশ্য দ্রুতই বেরিয়ে আসতে হবে। নয়তো অবনমনের শঙ্কায়ও পড়তে পারে ক্লাবটি।

Also Read: এভারটন যেন চেলসি, এবার চাকরি গেল ল্যাম্পার্ডের

আর্সেনালের বিপক্ষে হারের পর ল্যাম্পার্ড অবশ্য বলেছেন, ‘রাতারাতি সব বদলে ফেলা সম্ভব নয়। তবে আমরা যত দ্রুত সম্ভব, সব ঠিক করার আশা করতেই পারি।’