Thank you for trying Sticky AMP!!

ডর্টমুন্ডের মাঠ থেকে হার নিয়ে ফিরতে হয়েছে জোয়াও ফেলিক্সদের

চ্যাম্পিয়নস লিগেও হোঁচট চেলসির

প্রিমিয়ার লিগে অবস্থান ১০ নম্বরে, শিরোপার আশা নেই বললে চলে। বিদায় ঘটে গেছে লিগ কাপ থেকেও। দলবদলে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করা চেলসির সামনে সাফল্যের সম্ভাবনা শুধু চ্যাম্পিয়নস লিগে। কিন্তু গ্রাহাম পটারের দল বড় হোঁচট খেল ইউরোপীয় লড়াইয়েও।

আজ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে চেলসি।

Also Read: আর্সেনালকে হারিয়ে শীর্ষস্থান উদ্ধার ম্যানচেস্টার সিটির

নিজেদের শেষ ১২ ম্যাচের মাত্র দুটিতে জেতা চেলসি সিগনাল ইদুনা পার্কের ম্যাচটিতে খেলেছে ভালোই। প্রথমার্ধেই দুটি ভালো সুযোগ পেয়েছিল দলটি। প্রথমটি ৩১ মিনিটে। হাকিম জিয়েশের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে সুবিধামতো জায়গায় এসে জোয়াও ফেলিক্স যে শটটি নেন সেটি চলে যায় বারের ওপর দিয়ে। ৩৮ মিনিটে কাই হাভার্টজের শট গিয়ে লাগে ক্রসবারে।

ডর্টমুন্ডকে এগিয়ে দেওয়া গোলটি করেন করিম আদেইয়েমি

আক্রমণে এগিয়ে থাকলেও ৬৩তম মিনিটে উল্টো গোল হজম করে বসে চেলসি। থিয়াগো সিলভার হেডের পর পাওয়া বল নিয়ে করিম আদেইয়েমিকে বাড়ান রাফায়েল গেরেইরা। ২২ বছর বয়সী জার্মান ফরোয়ার্ড নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ছুটে যান চেলসি ডি বক্সের দিকে। পথে বাধা হন এনজো ফার্নান্দেজ। তাঁকে এড়িয়ে চেলসি গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান আদেইয়েমি।

এর পর আক্রমণের ধার বাড়িয়েও এই গোলটি আর শোধ দিতে পারেনি চেলসি। যোগ করা সময়ের শেষ মিনিটে এনজোর নেওয়া শট ডর্টমুন্ড গোলরক্ষক কোবেল ঝাঁপিয়ে প্রতিহত করলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে।

ম্যাচের শেষদিকে একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন চেলসি-ডর্টমুন্ডের খেলোয়াড়রা

কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে এটি ডর্টমুন্ডের ১০ ম্যাচ পর প্রথম জয়। আগের জয়টি ছিল ২০১৬ ইউরোপা লিগে টটেনহামের বিপক্ষে।

চেলসি-ডর্টমুন্ড শেষ ষোলোর ফিরতি লেগ আগামী ৭ মার্চ।

চ্যাম্পিয়নস লিগে আজকের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রæগাকে ২-০ ব্যবধানে হারায় পর্তুগিজ ক্লাব বেনফিকা।

Also Read: এলচেকে উড়িয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ