গোল হজমের পর হতাশ ব্রাজিল তারকা ভিনিসিয়ুস
গোল হজমের পর হতাশ ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

বিশ্বকাপ বাছাইয়ে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে হার

বুয়েনস এইরেসে মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। জিতেছে ৪-১ গোলে। আসুন, পরিসংখ্যানের আলোয় জেনে নেই, ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার এই জয় কতটা ঐতিহাসিক—

বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দল হিসেবে ব্রাজিলের জালে চার গোল করল আর্জেন্টিনা।

সবচেয়ে বাজে

বিশ্বকাপ বাছাইয়ে এটাই সবচেয়ে বাজে হার ব্রাজিলের। ২০০০ সালে বিশ্বকাপ বাছাইয়ে চিলির কাছে ৩-০ গোলে হারকে ছাপিয়ে গেছে দরিভাল জুনিয়রের ব্রাজিল।

জোড়া হার

বিশ্বকাপ বাছাইয়ে এক সংস্করণে এই প্রথম আর্জেন্টিনার কাছে দুটি ম্যাচই হারল ব্রাজিল। অন্যভাবে বললে, বিশ্বকাপ বাছাইয়ের এক সংস্করণে প্রথম দল হিসেবে ব্রাজিলকে দুই ম্যাচেই হারাল আর্জেন্টিনা।

মনুমেন্তালে ঐতিহাসিক হার মেনে নিতে হয় ব্রাজিলকে
৬১ বছর পর

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ তিন গোলে হেরেছিল ১৯৬৪ সালে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ৫০ বছর পূর্তি উপলক্ষে সেবার ব্রাজিলে আয়োজিত টুর্নামেন্টের অন্য নাম ছিল ‘লিটল ওয়ার্ল্ড কাপ’। সাও পাওলোয় ১৯৬৪ সালের ৩ জুন আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছিল পেলে ও কার্লোস আলবার্তোদের ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বাজে হার ১৯৪০ সালে, ৬-১।

ছয় বছর পর

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। তারপর মাঝের এই প্রায় ছয় বছরে চার ম্যাচ খেলেও আর্জেন্টিনার জালে গোল করতে পারেনি ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার গোলে সেই খরা কাটল আজ। আর্জেন্টিনা এই ছয় বছরে ব্রাজিলের কাছে হারেনি।

গত ছয় বছরের মধ্যে আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল
২০ বছরে প্রথম

বিশ্বকাপ বাছাইয়ে ২০০৫ সালের ৮ জুন মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর আজকের আগপর্যন্ত তিন ম্যাচে ব্রাজিলকে ঘরের মাঠে আতিথ্য দিয়ে একবারও জিততে পারেনি আর্জেন্টিনা। আজ চতুর্থতম ম্যাচে পেল জয়ের দেখা। অর্থাৎ ২০ বছর পর ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে জিতল আর্জেন্টিনা সেই মনুমেন্তাল স্টেডিয়ামেই।

বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধের মধ্যে ব্রাজিলের জালে ন্যূনতম ৩ গোল করল আর্জেন্টিনা। প্রথম নজির ২০০৫ সালের ৮ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার মাটিতেই।

মনে রাখার মতো এক জয়ই তুলে নিয়েছে আর্জেন্টিনা

মনুমেন্তালে আজ ম্যাচের প্রথম ১২ মিনিটের মধ্যে দুই গোল করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এর আগে কখনো এত দ্রুত দুই গোল হজম করেনি ব্রাজিল। ২০০৫ সালের ৮ জুন বিশ্বকাপ বাছাই ম্যাচে এই আর্জেন্টিনার কাছেই ১৮ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ব্রাজিল।