কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলে। দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন গতকাল। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য স্কোয়াডও ঘোষণা করেছেন আনচেলত্তি। এসবই হয়েছে রিও ডি জেনিরোর বারা দা তিজুকা অঞ্চলে গ্র্যান্ড হায়াত হোটেলে। আপাতত এই হোটেলেই অবস্থান করছেন কিংবদন্তি কোচ।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, আনচেলত্তির জন্য গ্র্যান্ড হায়াত হোটেলের ডিপ্লোম্যাট স্যুইট ভাড়া করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অন্তত আগামী রোববার পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, সিবিএফের পক্ষ থেকে রিও ডি জেনিরোয় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পাবেন আনচেলত্তি। অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ফেডারেশন।
আনচেলত্তির ডিপ্লোম্যাট স্যুইটে (কূটনৈতিক স্যুইট) ১২০ বর্গমিটার আয়তনের একটি কামরা আছে, যেখান থেকে বারা সুমদ্রসৈকত দেখা যায়। এর সঙ্গে আছে ৩৩ বর্গমিটার আয়তনের বারান্দা। এ ছাড়া আলাদা লিভিং রুম, ডাইনিং রুম, রান্নাঘর, বাথটাব ও টিভি রয়েছে। হোটেলটির নির্বাহী পর্যায়ের ফ্লোরে এই স্যুইট অবস্থিত, যেখানে সকালের নাশতা ও ককটেল পানীয় বিনা মূল্যে সরবরাহ করা হয়।
ও গ্লোবো জানিয়েছে, হোটেলটিতে আনচেলত্তির ডিপ্লোম্যাট স্যুইট দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল কামরা। শুধু প্রেসিডেন্সিয়াল স্যুইটই দাম ও অন্যান্য সুযোগ–সুবিধার দিক থেকে এর চেয়ে ওপরে। আনচেলত্তির এই স্যুইট বুক করার দৈনিক ভাড়া অন্তত ৪ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৯০ হাজার ২৫৮ টাকা)।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, আনচেলত্তি রিওতে থাকলেও তাঁর পরিবার ও বন্ধুরা সবাই থাকবেন ইউরোপে। এই দূরত্ব ঘোচানোর জন্য আনচেলত্তিকে আরেকটি বিশেষ সুবিধা দেবে সিবিএফ। বিদেশভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট পাবেন আনচেলত্তি। ব্রাজিলের কোচ হিসেবে তিনি সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্যবিমার সুবিধাও পাবেন। পাশাপাশি থাকবে জীবনবিমার সুবিধাও।
মাদ্রিদ থেকে গত রোববার রাতে রিও ডি জেনিরোয় পৌঁছান আনচেলত্তি। কানাডার বোমবার্ডিয়ার এভিয়েশনের বানানো ‘বোমবার্ডিয়ার গ্লোবাল ৭৫০০’ জেট বিমানে রিও ডি জেনিরোয় আসেন ইতালিয়ান এই কোচ। এটা পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস জেট বিমান। ২০১৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে এই মডেলের উড়োজাহাজ। ও গ্লোবো জানিয়েছে, এই উড়োজাহাজের দাম প্রায় সাড়ে ৭ কোটি ডলার (৯১৪ কোটি ৯৩ লাখ টাকা)। আনচেলত্তিকে নিয়ে আসতে এই বিমান ভাড়া করেছে সিবিএফ।