Thank you for trying Sticky AMP!!

বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো

গার্ডিয়ানের খবর: আলোনসোকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে লিভারপুল

জাবি আলোনসোকে কোচ হিসেবে পাওয়ার আশা সম্ভবত ছেড়েই দিচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি মনে করে, বায়ার লেভারকুসেনে আলোনসো অন্তত আরও এক মৌসুম থাকবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ গতকাল এমন খবরই জানিয়েছে।

Also Read: জাভি না থাকলে বার্সেলোনার দায়িত্ব নেবেন কে

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত আলোনসোর লেভারকুসেন। বুন্দেসলিগা টেবিলেও শীর্ষে অবস্থান করছে জার্মান ক্লাবটি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় বায়ার্ন মিউনিখের সঙ্গে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে লেভারকুসেন (২৬ ম্যাচে ৭০ পয়েন্ট)। দুই দলেরই হাতে আছে আর ৮টি করে ম্যাচ।

মোটামুটি ধরেই নেওয়া যায়, লেভারকুসেনকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জেতানোর পথে আছেন আলোনসো। সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমেও খেলার যোগ্যতা অর্জন করবে দলটি। এমনকি চ্যাম্পিয়ন না হতে পারলেও লিগ টেবিলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার সুবাদে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে তারা। গার্ডিয়ান জানিয়েছে, এসব বিষয় ভেবেই লেভারকুসেনে অন্তত আরও একটি মৌসুম থেকে যেতে পারেন স্প্যানিশ কোচ আলোনসো।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলের কোচ খোঁজার কারণ, গত ২৬ জানুয়ারি ইয়ুর্গেন ক্লপ জানিয়ে দেন, মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়বেন। সেই ঘোষণার পর লিভারপুলের পরবর্তী কোচ হওয়ার গুঞ্জনে আলোনসোর নামই বেশি শোনা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, আলোনসোর অ্যানফিল্ডে আসার সম্ভাবনা এখন আর দেখছে না লিভারপুল। আর তাই লেভারকুসেন কোচের ওপর থেকে নজর সরিয়ে লিভারপুল এখন স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিম ও ব্রাইটনের কোচ রবার্তো দে জার্বির দিকে তাকিয়ে। ক্লপের উত্তরসূরি হিসেবে এ দুজনের মধ্য থেকে যে কাউকে বেছে নিতে পারে লিভারপুল।

Also Read: ‘লিভারপুল আলোনসোর জন্য সঠিক জায়গা নয়’—বললেন ম্যাথাউস

ক্লপ নিজেও আলোনসোকে লিভারপুলে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আলোনসোর কোচিং ক্যারিয়ার নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমকে ক্লপ বলেছিলেন, ‘সে বিশ্বমানের খেলোয়াড় ছিল, কোচিং পরিবার থেকে এসেছে, যেটা কিছুটা সাহায্য করে। খেলোয়াড়ি জীবন থেকেই সে কোচের মতো ছিল। (লেভারকুসেনকে) যে ফুটবল সে খেলাচ্ছে, যেভাবে খেলোয়াড় এনে দল সাজিয়েছে—এককথায় অনবদ্য। আপনি যদি ডাইনোসর চান, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিও, পেপ গার্দিওলা, আমি—আমরা আগামী ২০ বছর ধরে কোচিং করাব না। মরিনিও করাতে পারেন, বাকিরা নয়।’

আলোনসোকে কোচ বানানোর দৌড়ে বায়ার্ন মিউনিখও প্রতিদ্বন্দ্বী ছিল লিভারপুলের। তাদের কোচ টমাস টুখেলও মৌসুম শেষে অ্যালিয়াঞ্জ অ্যারেনা ছাড়বেন। কিন্তু এখন আর সম্ভবত আলোনসোর পেছনে ছুটবে না জার্মান ক্লাবটি। গতকাল বায়ার্নের অনারারি সভাপতি ইউলি হোয়েনেসের কথায় সেই সুরই শোনা গেল, ‘এ বছর (আলোনসোকে সই) করতে পারব কি না, সেটা দেখতে হবে। এটা হয়তো অসম্ভব না, তবে খুব কঠিন হবে। চলতি মৌসুমের সাফল্য বিচারে আলোনসোর বায়ার লেভারকুসেনে থাকার সম্ভাবনাই বেশি। সে তাদের ফেলে চলে আসবে না। আরও দুই–তিন বছর সাফল্য পেলে তখন তাকে নিয়ে আসাটা সহজ হবে।’

স্পোর্টিং লিসবন কোচ রুবেন আমোরিম

রুবেন আমোরিম ইউরোপিয়ান ক্লাব ফুটবলে উঁচু মানের কোচদের একজন। ২০২১ সালে স্পোর্টিং লিসবনকে পর্তুগিজ লিগ জিতিয়েছেন। স্পোর্টিং এবারও আমোরিমের হাত ধরে লিগ জয়ের সুবাস পাচ্ছে। ৩৪ ম্যাচের লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় বেনফিকার সঙ্গে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে স্পোর্টিং। ২৫ ম্যাচে স্পোর্টিংয়ের সংগ্রহ ৬৫ পয়েন্ট। ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা। আর ব্রাইটনকে গত মৌসুম এবং এবারের মৌসুমে রবার্তো দে জার্বি যেভাবে খেলাচ্ছেন, সেটি নজর কেড়েছে অনেকের। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার ভাষায়, ‘দে জার্বি গত ২০ বছরে সবচেয়ে প্রভাবজাগানিয়া কোচদের অন্যতম। কোনো দলই তাদের (ব্রাইটন) মতো খেলতে পারে না। এটা অনন্য ব্যাপার।’

Also Read: সমর্থকদের আচরণ নিয়ন্ত্রণে লিভারপুল-ইউনাইটেডের যৌথ উদ্যোগ