রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা ‘ফাঁসি’ দেওয়ায় জেল–জরিমানা হলো চারজনের

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে স্পেনে চারজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২০২৩ সালে মাদ্রিদের একটি সেতুতে কুশপুত্তলিকা ঝুলিয়ে দিয়ে ঘৃণার বার্তা ছড়ানোয় তাঁদের সবাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৩ সালের জানুয়ারি। কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে মাদ্রিদের একটি সেতুতে ঝুলিয়ে দেওয়া হয় গলায় ফাঁস লাগানো কালো এক কুশপুত্তলিকা, যার গায়ে লেখা ছিল ভিনিসিয়ুস জুনিয়রের নাম। পাশেই ঝুলছিল একটি ব্যানার—‘মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে।’

এ ঘটনায় তদন্ত শুরু হয় এবং পরে অভিযুক্ত চারজনকে আদালতের মুখোমুখি হতে হয়। লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, আদালত চারজনকেই দোষী সাব্যস্ত করেছেন ঘৃণামূলক অপরাধ ও হুমকির দায়ে।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে গোলের পর ভিনিসিয়ুস

এর মধ্যে একজন কুশপুত্তলিকার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তাঁকে ঘৃণার অপরাধে ১৫ মাস ও হুমকির অপরাধে ৭ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিনজন উভয় অপরাধে ৭ মাস করে কারাদণ্ড পেয়েছেন। তবে শাস্তি তাৎক্ষণিক কার্যকর হচ্ছে না। চারজনেরই কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে শর্তসাপেক্ষে। তাঁদের সমানাধিকার ও বৈষম্যবিরোধী একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করতে হবে।

দণ্ডিত চারজনকে ভিনিসিয়ুস, তাঁর বাসভবন এবং রিয়াল মাদ্রিদের অনুশীলনকেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাঁরা লা লিগা কিংবা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আয়োজিত ম্যাচের চার ঘণ্টা আগে ও পরে স্টেডিয়ামের কাছাকাছিও থাকতে পারবেন না।

স্প্যানিশ লিগে খেলার সময় একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। মাঠে কাঁদতেও দেখা গেছে তাঁকে।