Thank you for trying Sticky AMP!!

ব্রাজিল তারকা নেইমার

নেইমারের ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল দলের চিকিৎসক

নেইমার ও চোটের সম্পর্ক বেশ পুরোনো। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চোটের হানায় বিপর্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। অপয়া চোট নেইমারের ক্যারিয়ারকেও বাধাগ্রস্ত করেছে বারবার। সেই একই কারণে জুনে হতে যাওয়া কোপা আমেরিকা থেকেও ছিটকে যান নেইমার।

গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। চোটে আক্রান্ত হওয়ার পরই তাঁর কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যায়।

Also Read: নেইমার খেলতে পারবেন না কোপা আমেরিকায়

পরে সেই আশঙ্কা সত্যিও হয়েছে। বাঁ হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। এরপর ডিসেম্বরে নেইমারের কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট ব্যথায় কাঁদছেন নেইমার

এবার নেইমারের মাঠে ফেরা নিয়েও কথা বলেছেন এ চিকিৎসক। নেইমার দ্রুত উন্নতি করলেও তাঁর ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নেইমারের মাঠে ফেরা নিয়ে স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভোকে লাসমার বলেছেন, ‘আমরা এখনো তাঁর পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ কিংবা ১০ মাসের তাঁর ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তাঁর মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’

Also Read: নেইমার কি কোপা আমেরিকায় খেলতে পারবেন

গত বৃহস্পতিবার লাসমারের হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়েছেন নেইমার। পাশাপাশি মাঠে ফিরতে মরিয়া নেইমারের এরই মধ্যে আল হিলালের চিকিৎসক দলের পর্যবেক্ষণে থেকে পেশির শক্তি বাড়ানোর কাজ করেছেন বলেও জানা গেছে। এখন শেষ পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে নেইমার কবে মাঠে নামেন, সেটাই দেখার অপেক্ষা।