আজ ৩৮তম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। তার আগে কাল যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টায় মাঠে নামতে হয়েছে মেসিকে। বাংলাদেশ সময়ে আজ সকালে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় ওঠার ম্যাচে মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের। ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে মেসির মায়ামি।
যদিও তাতে শেষ ষোলো নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি ফ্লোরিডার ক্লাবটির। গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়েছে মেসিরা। আর এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
তবে শেষ ষোলোয় ফল যাই হোক, গ্রুপ পর্ব পার হওয়ার মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত একটি রেকর্ড অক্ষুণ্ন রাখলেন মেসি। এখন পর্যন্ত ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৩৩ বার বিভিন্ন টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলেছেন মেসি।
আর প্রতিবারই সাফল্যের সঙ্গে পরের পর্বে উতরে গেছে তাঁর দল। অবিশ্বাস্য কীর্তিই বটে! ২১ বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে কখনোই গ্রুপ থেকে বিদায় না হওয়ার অভিজ্ঞতা দারুণ কিছুই বটে।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক এক্স অ্যাকাউন্ট মিস্টারচিপসের তথ্য অনুযায়ী, ৩৩ বার গ্রুপ পর্ব পেরোনোর পথে মেসি ১৯ বার টপকেছেন চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের বাধা, ক্লাব বিশ্বকাপে তিনি গ্রুপের বাধা পেরিয়েছেন ১ বার, লিগ কাপে ১ বার, ফিফা বিশ্বকাপে ৫ বার এবং কোপা আমেরিকায় মেসির দল গ্রুপ পর্ব টপকেছে ৭ বার। আর এই তালিকায় মেসির ধারেকাছেও কেউ নেই।
এমনকি মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও গ্রুপ পর্ব পেরোনোর শতভাগ কৃতিত্ব দেখাতে পারেননি। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল রোনালদোর দল পর্তুগাল।