বৃষ্টি উপভোগ করছেন অনিল কুম্বলে, যুক্তরাষ্ট্রে গলফের সেরা দিন কাটছে শেন ওয়াটসনের। আর সব চোখ নাকি তাঁর দিকে, এমন বলছেন করিম বেনজেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
পাঁচ বছর একসঙ্গে! এমন ক্যাপশনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পাওলো দিবালা বৃষ্টি উপভোগ করছেন অনিল কুম্বলে
বিজ্ঞাপন
ম্যানচেস্টার ইউনাইটেড প্রকাশ করেছে তাদের নতুন অ্যাওয়ে জার্সি। সেটিরই মডেলিংয়ে কাসেমিরোর এমন পোজ
বিজ্ঞাপন
জাপানে খেলতে গেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডদের জার্সিতেও আছে সেটির ছাপ গ্রীষ্মকালীন বিরতির আগে ফর্মুলা ওয়ানের শেষ গ্রাঁ প্রি হতে যাচ্ছে বেলজিয়ামের স্পাতে। মার্সিডিজ ড্রাইভার জর্জ রাসেল সেটির জন্য প্রস্তুত!
পর্তুগালে ঘুরতে গিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। এবার দেশে ফিরে দ্য হানড্রেডের প্রস্তুতির পালা—এমন জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডারইভান রাকিতিচের সঙ্গে এ ছবিটি পোস্ট করেছেন তাঁর সঙ্গিনী, ক্যাপশনে শুধু ভালোবাসার ইমোজি মেজর লিগ ক্রিকেটে কোচিং করাতে যুক্তরাষ্ট্রে শেন ওয়াটসন। সেখানেই নাকি তাঁর গলফিং জীবনের সেরা দিনটি কেটেছে
‘সব চোখ আমার দিকে’, লিখেছেন করিম বেনজেমা