এক ফ্রেমে ক্রিস গেইল ও কিলিয়ান এমবাপ্পে। গ্যালাতাসারাইয়ের সমর্থকদের উন্মাতাল উদ্যাপন। প্রস্তুতিতে মনোযোগী জুড বেলিংহামরা আর ইগা সিওনতেকের উড়ন্ত চুমু। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
ইউরোপিয়ান শীর্ষ সব দলেরই খেলা শেষ। কিন্তু রিয়াল মাদ্রিদের এখনো একটি লক্ষ্য বাকি রয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সেই ম্যাচ সামনে রেখে প্রস্তুতি মনোযোগী জুড বেলিংহামরা২৪তম টার্কিশ সুপার লিগের শিরোপা উদ্যাপনে এভাবেই উন্মাতাল হয়েছেন গ্যালাতাসারাইয়ের সমর্থকেরা
বিজ্ঞাপন
ইউরো ২০২৪–এর প্রাথমিক দল ঘোষণার অনুষ্ঠানে এভাবেই ট্রফির সঙ্গে দেখা যায় স্প্যানিশ কিংবদন্তি ফার্নান্দো তোরেসকে
বিজ্ঞাপন
ইউরো ২০২৪ সামনে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জার্মানির ফুটবলাররাফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে জয়ের পর এভাবেই চুমু ছুড়ে দেন নারী এককের শীর্ষ বাছাই ইগা সিওনতেকএক ফ্রেমে ক্রিকেট ও ফুটবলের দুই মহাতারকা। মোনাকোয় এভাবেই ফ্রেমবন্দী হয়েছেন ক্রিস গেইল ও কিলিয়ান এমবাপ্পে। সঙ্গে দেখা যাচ্ছে মার্কিন ডিজে ডিপলোকেও। এই ছবির ক্যাপশনে গেইল লিখেছেন, ‘কিংবদন্তিরা মরে না।’