বুলগেরিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান মানান বশির আজ জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটে ঝড় তুলে এক ওভারে মেরেছেন ৬ ছক্কা!
ঘরোয়া ক্রিকেটে এই কীর্তি আছে অনেকেরই। এর মধ্যে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর নাম তো ক্রিকেটপ্রেমীদের মুখস্থই বলা যায়। কী কীর্তি বুঝতেই পারছেন। এক ওভারে ৬ ছক্কা!
আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এই কীর্তি প্রথম গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। পরে এ তালিকায় নাম তোলেন ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা এবং নেপালের দীপেন্দ্র সিং ঐরী।
এ পাঁচজনের সঙ্গে এবার যোগ করে নিন বুলগেরিয়ার মানান বশিরের নামটাও। বুলগেরিয়ার এই উইকেটকিপার-ব্যাটসম্যান আজ (১৩ জুলাই) জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটে ঝড় তুলে এক ওভারে মেরেছেন ৬ ছক্কা!
ঘটনাটি ঘটেছে ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচে, যে সিরিজে বুলগেরিয়া, জিব্রাল্টার ছাড়াও খেলছে তুরস্ক। বুলগেরিয়ার সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের ফাইনালে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তোলে জিব্রাল্টার। তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে বুলগেরিয়ার রান ছিল ২ উইকেটে ১৫৭। ১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বোলিংয়ে আনেন কবির মিরপুরীকে। কিন্তু সেটাই প্রমাণিত হয় ভীষণ এক ভুল সিদ্ধান্ত হিসেবে।
কবির মিরপুরীকে টানা ৬টি ছক্কা মারেন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মানান বশির। ১৬.৩ ওভারে ২ উইকেটে ২০০ রান তুলে সহজেই ম্যাচ জিতে যায় বুলগেরিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে মানান বশিরের ছক্কা-বৃষ্টি এটাই প্রথমবার নয়। ডানহাতি এই ব্যাটসম্যান ও উইকেটকিপার ৮ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩১টি ছক্কা মেরেছেন, ঘরোয়া ক্রিকেট মিলিয়ে এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারে মোট ছক্কা ১৭৫টি! পাকিস্তানি বংশোদ্ভূত ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গত বছরের মে মাসে, এই জিব্রাল্টারের বিপক্ষেই। ৮ ম্যাচের ক্যারিয়ারে তিনি ৪৩.৬৬ গড়ে ২৬২ রান করেছেন, স্ট্রাইক রেট ২৬৭.৩৪!