এক ফ্রেমে ‘বগুড়ার ওরা তিনজন’

স্টুয়ার্ট ব্রড নামটা ট্রেন্ট ব্রিজে চিরস্থায়ীই হতে যাচ্ছে। তাঁর ঘরের মাঠ ট্রেন্ট ব্রিজের প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ব্রডের নামে রাখা হচ্ছে। এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত ব্রড বলছেন, ‘অবিশ্বাস্য এক স্বীকৃতি।’ প্রথমবার ভারতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ধারাভাষ্যকার হিসেবে দিনেশ কার্তিকের প্রথম বিশ্বকাপ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
প্রথমবার ভারতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সময়টাও বোধ হয় ভালোই কাটছে তাঁর। অন্তত ছবি তো তা–ই বলছে।
ধারাভাষ্যকার হিসেবে দিনেশ কার্তিকের প্রথম বিশ্বকাপ। অক্ষর প্যাটেলের বদলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া রবিচন্দ্রন অশ্বিনের সাক্ষাৎকার নিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
রবার্ট লেভানডফস্কির তো ফুরফুরেই থাকার কথা। চলতি মৌসুমে তাঁর দল বার্সেলোনা আছে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে। সর্বশেষ ম্যাচেও লেভার দল হারিয়েছে সেভিয়াকে। লিগে তাঁর গোল পাঁচটি।
ট্রেন্ট ব্রিজে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’। এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত ব্রড বলছেন, ‘অবিশ্বাস্য এক স্বীকৃতি। এত বছর ধরে আমাকে সমর্থন দেওয়ার জন্য নটিংহ্যামশায়ারের সবাইকে ধন্যবাদ।’
দুই মেয়েকে নিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছেন পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদির।
দুই তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় ও তানজিদ হাসানের মাঝে অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই তিন ক্রিকেটারই উঠে এসেছেন বগুড়া থেকে। মুশফিক ছবিটি পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন—‘বোগড়্যার ছোল’।