বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে রুবাবা দৌলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নারী ক্রিকেট নিয়ে বিতর্কের মধ্যে বিসিবির একমাত্র নারী পরিচালক এই পদে এলেন। এর আগে আব্দুর রাজ্জাক এই বিভাগের প্রধান ছিলেন, এখন তিনি ভাইস চেয়ারম্যান। রাজ্জাককে হাই পারফরম্যান্স ইউনিটেরও (এইচপি) প্রধান করা হয়েছে। খালেদ মাসুদ গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন, আগে এই দায়িত্বে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।