Thank you for trying Sticky AMP!!

দাবার বোর্ডে মগ্ন মনন রেজা (ডানে)

প্রথম আইএম নর্ম করেছে মনন রেজা, হতে পারে জিএম নর্মও

কদিন আগেই নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম করেছেন ফাহাদ রহমান। দাবার জন্য এবার এসেছে আরেকটি সুখবর—আন্তর্জাতিক মাস্টার নর্ম করেছে ১৪ বছর বয়সী ফিদে মাস্টার মনন রেজা (নীড়)।

থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টে এক রাউন্ড বাকি থাকতেই নর্ম পূরণ হয়েছে তার। আজ অষ্টম রাউন্ডে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার ড্যানিয়েল কুইজনকে হারিয়ে ৮ ম্যাচে মননের পয়েন্ট হয়েছে সাড়ে ৬। টুর্নামেন্টে একটি করে ড্র ও হার। বাকি ৬ ম্যাচে জয় কিশোর এই দাবাড়ুর। আগামীকাল শেষ রাউন্ডে প্রতিদ্বন্দ্বী যদি উচ্চ রেটিংয়ের কেউ হন এবং তাঁকে যদি হারাতে পারে মনন রেজা, তাহলে গ্র্যান্ডমাস্টার নর্মও হতে পারে।

তবে শেষ রাউন্ডে হারলেও আইএম নর্ম নিশ্চিত বলে থাইল্যান্ড থেকে প্রথম আলোকে জানিয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। তিনি নিজেও এই টুর্নামেন্টে খেলছেন। বাংলাদেশ থেকে টুর্নামেন্টে আরও খেলছেন ফিদে মাস্টার নাঈম হক, তৈয়বুর রহমান সুমন ও তাসরিক শায়ান। ১৩ এপ্রিল টুর্নামেন্টটা শুরু হয় ব্যাংকক থেকে সাড়ে তিন ঘণ্টার দূরত্বের শহর হুয়া হিনে।

Also Read: অবশেষে প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ

মনন রেজা (বাঁয়ে)

মনন রেজা ফিদে মাস্টার হয়েছে গত বছর। এটি তার প্রথম আইএম নর্ম। আইএম হতে হলে তিনটি নর্মের পাশাপাশি ২৪০০ রেটিং লাগে। মনন ২২৮৫ রেটিং নিয়ে থাইল্যান্ডে খেলতে যায় মনন। সেখানে দুটি টুর্নামেন্টে তার রেটিং বেড়েছে ১৫৪। ফলে তার রেটিং ২৪০০ পার হয়ে হয়ে গেছে। এখন তার আর দুটি নর্ম দরকার।

সেটি সহসাই অর্জনের আশা মননের। থাইল্যান্ড থেকে প্রথম আলেকে সে বলেছে, ‘এই টুর্নামেন্টে আমার আসারই কথা ছিল না। শেষ দিনে ভিসা হয়েছে। তাই আসতে পেরেছি। তবে টুর্নামেন্টটার কথা জানতাম না। শাকিল স্যার (দাবাড়ু আবু সুফিয়ান) বিস্তারিত বলার পর আসি। এখানে আমি দুজন গ্র্যান্ডমাস্টারকে হারাই। একজন ভারতের, আরেকজন কাজাখস্তানের। দুজন আইএমকে হারাই। আরেকজন আইএমের সঙ্গে ড্র করেছি। আরেকজন আইএমের কাছে হেরেছি। দুজন সাধারণ রেটেড প্লেয়ার। আজ আমার প্রথম আইএম নর্ম হয়েছে। আমি খুব খুশি।’

মনন রেজা নারায়ণঞ্জের ফিলোসোফিয়া স্কুলে নবম শ্রেণিতে পড়ছে।

Also Read: স্কুল দাবা উৎসবে চ্যাম্পিয়ন আইয়ান-মনন