Thank you for trying Sticky AMP!!

৬০ মিটার স্প্রিন্টের হিটে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের দ্রততম মানব

এশিয়ান র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইমরানুর

একের পর এক সুখবর আসছে অ্যাথলেট ইমরানুর রহমানের জন্য। বাংলাদেশের দ্রুততম মানব ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানে ৬০ মিটারে জিতেছেন সোনা। ইমরানুরের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে এশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের র‍্যাঙ্কিংয়েও।

ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে কোনো বাংলাদেশি অ্যাথলেটের নাম। আজ এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন প্রকাশিত ৬০ মিটার স্প্রিন্টের র‍্যাঙ্কিংয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন ইমরানুর। তাঁর সঙ্গে শীর্ষে রয়েছেন জাপানের অ্যাথলেট সুহেই তাদা ও চীনের বিংতিয়ান সু। এই ইভেন্টে বর্তমান এশিয়ান রেকর্ডধারী সু।

Also Read: বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় মুগ্ধ ইমরানুর

এমন অর্জনের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ইমরানুর, ‘আমি খবরটা শুনেছি মন্টু স্যারের (আবদুর রকিব, সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন) কাছ থেকে। এশিয়ান পর্যায়ের অ্যাথলেটদের মধ্যে নিজেকে শীর্ষে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এমন অর্জন আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। চেষ্টা করব এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে। এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেল।’

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব এটিকে বাংলাদেশের অ্যাথলেটিকসের নতুন দিনের সূচনা হিসেবেই দেখছেন, ‘বিশ্বের এই পর্যায়ে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা দেখে আমরা সবাই খুব খুশি। ইমরানুর আমাদের দেশের তরুণদের জন্য হবে রোল মডেল। আমি আশা করি, ওকে দেখে অনেকেই এবার অ্যাথলেটিকসে আসতে আগ্রহী হবে। ইমরানুরের মাধ্যমে দেশের অ্যাথলেটিকস নতুন করে জেগে উঠবে বলে আমার বিশ্বাস।’

বিমানবন্দরে অভিনন্দনে সিক্ত হন ইমরানুর

এশিয়ান ইনডোরের আগে গত বছর তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেন ইমরানুর। সেখানে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেছিলেন তিনি।

কাজাখস্তানে ইতিহাস সৃষ্টিকারী মুহূর্ত ইমরানুরের

২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন হঠাৎ যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুরকে লন্ডন থেকে ঢাকায় আনে। তাঁকে আনার পেছনে বড় কারণ ছিল দেশের অ্যাথলেটিকসে সাফল্যের খরা দূর করা। এবার ইমরানুরকে নিয়ে এসএ গেমসেও সোনা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

Also Read: লন্ডন থেকে এসে ইমরানুর দৌড়েছেন, এবার দৌড়াতে হবে বাংলাদেশকে