Thank you for trying Sticky AMP!!

তিরন্দাজ দম্পতি রোমান সানা ও দিয়া সিদ্দিকী

রোমান–দিয়াকে নিয়ে এবার সানা পরিবারের ঈদের আনন্দ সীমাহীন

খুলনার রূপসা এলাকার বাড়িটা এই মুহূর্তে জমজমাট। আবদুল গফুর সানার বাড়িটিতে এবার ঈদুল ফিতরের খুশি এসেছে অন্য রকম আবহ নিয়ে। ছেলে রোমান সানার বিয়ে দিয়েছেন গত বছর জুলাইতে। এই প্রথম তাঁর বাড়িতে সবাইকে নিয়ে ঈদ উদ্‌যাপন করবেন বউমা দিয়া সিদ্দিকী। ছেলে, ছেলের বউ আর আত্মীয়স্বজনকে নিয়ে আবদুল গফুর সানার ঈদের আনন্দের কোনো সীমা নেই যেন এবার।

দীর্ঘদিনের প্রেমের সফল পরিণতি রোমান-দিয়া দিয়েছিলেন গত বছর ৫ জুলাই। দিয়ার জন্মস্থান নীলফামারীতে সম্পন্ন হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। সে হিসাবে বিয়ের পর এবারই প্রথম ঈদের উপলক্ষ এসেছে রোমান-দিয়ার দাম্পত্য জীবনে। বিবাহিত জীবনের প্রথম ঈদ রোমান সানার কাছে ভিন্ন কিছুই, ‘বিয়ের পর প্রথম ঈদ সবাই মনে রাখে। আমিও কোনো দিন ভুলব না। খুলনায় এসেছি দিয়াকে নিয়ে। বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছে। অন্য রকম একটা অনুভূতি, বলে বোঝাতে পারব না।’

শ্বশুরবাড়িতে জীবনের প্রথম ঈদ। এত দিন ঈদের আনন্দ মানেই ছিল নীলফামারীর বাড়ি। সেখান থেকে এবার সম্পূর্ণ অন্য রকম একটা পরিবেশে ঈদ। দিয়া জানালেন তাঁর রোমাঞ্চের কথা, ‘নিজের বাড়ি থেকে অনেক দূরে শ্বশুরবাড়িতে ঈদ। একটু অন্য রকম তো লাগছেই। অভ্যস্ততার ব্যাপার আছে। তবে রোমানের পরিবারের সবার সঙ্গে খুব আনন্দে কাটছে দিন। ঈদটাও দারুণ মজার হবে। বিয়ের পর প্রথম ঈদ, স্বাভাবিকভাবেই স্মরণীয় হয়ে থাকবে।’

গত বছরের ৫ জুলাই বিয়ে করেন রোমান–দিয়া

রোমানের কাছে পুরো ব্যাপারটিই বেশ অদ্ভুত লাগছে। প্রথম আলোকে মুঠোফোনে কাল জানালেন, ‘দিয়ার সঙ্গে একসঙ্গে আর্চারিতে খেলেছি। বিকেএসপিতে গিয়েই আমাদের পরিচয় আর্চারির সূত্রেই। এরপর জাতীয় দলের ক্যাম্প, একসঙ্গে জুটি বেঁধে দেশের হয়ে লড়াই, ধীরে ধীরে ভালো লাগা আর ভালোবাসার জন্ম হয়েছে। সেই সূত্রেই বিয়ে। ঈদের আনন্দের মধ্যেও নিজের বাড়িতে দিয়াকে দেখে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আমার মায়ের সঙ্গে বসে গল্প করছে। একসঙ্গে রান্নাঘরে রান্নায় হাত লাগাচ্ছে। অসাধারণ ভালো লাগা।’

Also Read: জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন রোমান সানা

হালে কিছুটা মন্দ যাচ্ছে সময় রোমানের। বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। হতাশ হয়েই বিদায় বলে দিয়েছেন জাতীয় দলকে। আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়ে জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর নিজের অপ্রাপ্তির ব্যাপারটি তুলে ধরেছেন।

আর্চারিতে দেশের হয়ে অনেক সাফল্য এনে দিয়েছেন রোমান–দিয়া জুটি

আর্চারিতে দেশের হয়ে সাফল্য নিয়ে এলেও অর্থনৈতিক দিক দিয়ে প্রায় তেমন কিছুই পান না রোমান-দিয়ারা। সেই হতাশাই রোমান তুলে ধরেছিলেন। তবে ব্যাপারটি নিয়ে বিতর্ক হয়েছে অনেক। রোমান সবকিছুকে এক পাশে সরিয়ে ঈদের এই সময়টাকে উপভোগ করতে চাচ্ছেন, ‘ঈদের এই সময় অন্য কিছু নিয়ে ভাবতেই চাই না। আমি এবারের ঈদটা প্রাণভরে উপভোগ করতে চাই। দিয়াকে নিয়ে অনেক ঘুরব। দিয়ার হাতের রান্না খাব। আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন—এটুকুই চাই।’

Also Read: ‘দেশ তো কিছু দিল না’, রোমান সানার আক্ষেপ কি গোটা ক্রীড়াঙ্গনেরই