Thank you for trying Sticky AMP!!

রঞ্জির ফাইনালে টেন্ডুলকার, ইইউর পার্লামেন্টে বিশ্বকাপজয়ী স্প্যানিশ মেয়েরা

রঞ্জি ট্রফির ফাইনালে নিজের সাবেক দল মুম্বাইয়ের খেলা মাঠে বসে দেখেছেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট গিয়েছিলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ মেয়েরা। ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
ঋষভ পন্তের মনে খুশির পরশ লেগেছে। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পন্ত এখন পুরোপুরি ফিট—আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানকে এদিনই পাঞ্জাবিদের সাজে দেখা গেল। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হাসতে থাকুন’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ধারাভাষ্য দিতে আতহার আলী খান এখন চট্টগ্রামে। শাহ আমানত বিমানবন্দরে পৌঁছার পর আতহার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দুপুর ১টায় নিরাপদে অবতরণ করলাম’
কুষ্টিয়ায় একটি টেপ টেনিস টুর্নামেন্টের ফাইনালে অতিথি হয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও নারী দলের পেসার জাহানারা আলম
বোলিং অনুশীলনে সৌম্য সরকার। সেদিকে তাকিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট। সেখানে পার্লামেন্ট সভাপতি রবের্তা মেতসোলার (মাঝে) হাতে ট্রফি তুলে দেন স্পেনের হয়ে নারী বিশ্বকাপ জেতা দুই ফুটবলার ইভানা আন্দ্রেস (বাঁয়ে) ও আলবা রেদোনদো
রঞ্জি ট্রফির ফাইনালে খেলছে তাঁর সাবেক দল মুম্বাই; সেটাও জন্মশহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শচীন টেন্ডুলকার খেলা দেখতে যাবেন না, তা হয় নাকি! আজ বিদর্ভের বিপক্ষে মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংস ওয়াংখেড়েতে বসেই দেখেছেন টেন্ডুলকার। উত্তরসূরিদের খেলা দেখে নিজের সন্তুষ্টির কথাও ভারতীয় কিংবদন্তি