সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রত্যাশায় তামিমের ঈদ বার্তা

ঈদের আনন্দে মেতেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারা। পরিবারের সঙ্গে উৎসবমুখর পরিবেশের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কেউ কেউ। অনেকে আবার শুধু শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ উদ্‌যাপন নিয়ে এই ছবির গল্প—
বাবা ও সন্তানের সঙ্গে এ ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তাসকিন আহমেদ লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।’
ফেসবুক
পরিবারের সঙ্গে ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিটন দাস লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’
মেহেদী হাসান মিরাজ নিজের এ ছবি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা জামাল ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা শেখ মোরসালিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহর পথ নির্দেশনা ও আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকুক।’
নিজের গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন করছেন তাওহিদ হৃদয়। বাবার সঙ্গে ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কি লাগে!! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ঈদের সুন্দর সকাল।’
সন্তানদের এ ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তাইজুল ইসলাম লিখেছেন, ‘ঈদ মোবারক।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে শরীফুল ইসলাম লিখেছেন, ‘ঈদ মোবারক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে তামিম ইকবাল লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’