Thank you for trying Sticky AMP!!

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের জীবন দুর্বিষহ করে তুলেছে

‘টাকা নাও, ধ্বংস হয়ে যাও’—আইপিএলে বোলারদের প্রতি আকরাম

কী পাওয়ারপ্লে, কী পাওয়ারপ্লের বাইরের ওভার—এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং-তাণ্ডব কিছুতেই থামানো যাচ্ছে না। দলীয় সর্বোচ্চ সংগ্রহে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙা-গড়ার খেলায় মেতে সানরাইজার্স এরই মধ্যে হয়ে উঠেছে ‘রানরাইজার্স’।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটি এ মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচের ৪টিতেই ন্যূনতম ২০০ রান করেছে। ২৬০-এর বেশি ইনিংস ৩টি। এ পথে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৭৭ ভেঙে ২৮৭ গড়ার রেকর্ডও আছে। ১৫ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান করেছিলেন ট্রাভিস হেড-অভিষেক শর্মা-হাইনরিখ ক্লাসেনরা। সে ম্যাচেই দলটি মেরেছিল ২২টি ছক্কা, যা আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ।

Also Read: আইপিএলে এমন বড় স্কোরের কারণ কী

সেই বেঙ্গালুরুর বিপক্ষে আজ রাতে ফিরতি ম্যাচে নিজেদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলতে নামছে হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডব কিছুতেই থামানো যাচ্ছে না

হেড-ক্লাসেনরা আজও ব্যাট হাতে বেঙ্গালুরু বোলারদের ওপর দিয়ে ‘মহাপ্রলয়’ বইয়ে দেবেন কি না, তা জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে রান তোলাকে ছেলেখেলা বানিয়ে ফেলা হায়দরাবাদ ওয়াসিম আকরামকে মুগ্ধতার ঘোরে বেঁধে ফেলেছে। একই সঙ্গে বোলারদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন পাকিস্তানি কিংবদন্তি।

Also Read: ছক্কায় রাসেল–পুরানদের ছাড়িয়ে হায়দরাবাদের ‘হালাকু খান’

হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ সামনে রেখে ভারতের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট স্পোর্টসক্রীড়ার সঙ্গে কথা বলেন আকরাম। সর্বকালের অন্যতম সেরা এই পেসার বলেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমাকে এই যুগে ক্রিকেট খেলতে হচ্ছে না। মানে, আমি বলতে চাইছি ওরা (সানরাইজার্স হায়দরাবাদ) ২০ ওভারে ২৭০ রান করছে। এটা তো ৫০ ওভারের ম্যাচে ৪৫০ থেকে ৫০০ রানের মতো। যদি এত রান একবার হতো, তাহলে বলতাম ঠিক আছে। কিন্তু তিন-চারবার এমনটা ঘটল। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় ওদের ব্যাটিং কতটা শক্তিশালী।’

শুধু আইপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চই নয়, গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬ ওভারে ১২৫ রান তুলে টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডও গড়েছে হায়দরাবাদ। এ ব্যাপারে আকরাম বলেছেন, ‘৫ ওভারে ১০০ রান করা বেআইনি। এটা কীভাবে হতে পারে? আপনি যদি সব ফুলটস বল করেন, তবু এটা করা কঠিন। বোলারের জন্য ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে—টাকা নাও এবং এখানে ধ্বংস হয়ে যাও। এই সংস্করণে বোলারদের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি।’

হাইনরিখ ক্লাসেনের ছক্কা মারার ক্ষমতা ওয়াসিম আকরামের কাছে অবিশ্বাস্য মনে হয়

৫৭ বছর বয়সী আকরামের মতে, হায়দরাবাদই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ‘সবচেয়ে ধ্বংসাত্মক’ দল। এবারের আইপিএলে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নামও জানিয়েছেন পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা আকরাম, ‘যদি সাদা বলের ক্রিকেটের কথা বলেন, তাহলে হাইনরিখ ক্লাসেন আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। ওর ছক্কা মারার ক্ষমতা অবিশ্বাস্য। আবদুল সামাদও ফিনিশার হিসেবে ভালো খেলছে। অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের উপস্থিতিও সানরাইজার্স হায়দরাবাদের ড্রেসিংরুমে কিছুটা প্রশান্তি এনেছে।’

Also Read: হায়দরাবাদের ধ্বংসযজ্ঞে পড়া ১৭ বছর বয়সীর জন্য মায়া লাগছে বিশপ-ব্রাভোর