Thank you for trying Sticky AMP!!

নোভাক জোকোভিচ

অটোগ্রাফ দিয়ে, সেলফি আর ছবি তুলে অন্য রকম আনন্দের দিন জোকোভিচের

নোভাক জোকোভিচ আনন্দে কাঁদছেন, উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন, অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিতে চুমো আঁকছেন—এমন ছবি আগের দিনই দেখেছে সবাই। টুর্নামেন্টের রীতি মেনে আজ তিনি শিরোপা উদ্‌যাপন করতে গিয়েছিলেন মেলবোর্নের ইয়ারা নদীর তীরে। সেখানে ভক্তদের অটোগ্রাফ দিয়ে, তাঁদের সঙ্গে সেলফি তুলে অন্য রকম আনন্দময় একটি দিন কাটিয়েছেন রাফায়েল নাদালের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়া জোকোভিচ
লকার রুমে ট্রফি জড়িয়ে ধরে নোভাক জোকোভিচের উচ্ছ্বাস
অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের গাড়িতে চড়ে ইয়ারা নদীর তীরে ট্রফি নিয়ে সার্বিয়ান তারকা
জোকোভিচ ইয়ারা নদীর তীরে গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে ভক্তরা। জোকো তাদের হতাশ করেননি। নিজের মুঠোফোনটা বের করে ভক্তদের সঙ্গে তুলেছেন সেলফি
ভক্তদের অটোগ্রাফের আবদার হাসিমুখেই মিটিয়েছেন জোকোভিচ
এ ট্রফিটা আমার—অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফির দিকে নিবিড়ভাবে তাকিয়ে থেকে মনে মনে সেটাই বলছিলেন জোকোভিচ
এটি ছিল তাঁর দশম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। সেটি সবাইকে মনে করিয়ে দেওয়ার কাজটা করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষই
ইয়ারা নদীর তীরে দাঁড়িয়ে ট্রফি নিয়ে একটি সেলফি না তুললে কি চলে
ট্রফিটা নিয়ে এভাবে বসে একটা পোজ দিলে কেমন হয়
কোর্টে তো চুমো আঁকাই হয়েছে ট্রফিতে। এবার ইয়ারা নদীর তীরে দাঁড়িয়ে একটা চুমো আঁকলে কেমন হয়