Thank you for trying Sticky AMP!!

অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা এবার ছিটকে গেছেন চতুর্থ রাউন্ড থেকেই

অস্ট্রেলিয়ান ওপেন: দুবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা ছিটকে গেলেন শেষ আটের আগেই

গ্র্যান্ড স্লামে দুটি শিরোপা জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুটিই অস্ট্রেলিয়ান ওপেনে—২০১২ ও ২০১৩ সালে। নিজের সেই সেরা সময় পেরিয়ে আসা আজারেঙ্কা আজ ইউক্রেনের অবাছাই খেলোয়াড় দিয়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে গেছেন।

রড লেভার অ্যারেনায় বেলারুশিয়ান তারকা আজারেঙ্কার বিপক্ষে ইয়াস্ত্রেমস্কার জয়টি ৭-৬ (৮ /৬), ৬-৪ গেমে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামে কোয়ার্টার ফাইনালে ওঠা ইউক্রেনিয়ান খেলোয়াড় সেমিফাইনালের জন্য খেলবেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকোভার বিপক্ষে।

Also Read: রেকর্ড টাইব্রেকারে অবাছাই খেলোয়াড়ের কাছে হেরে রিবাকিনার বিদায়

আজারেঙ্কাকে হারানোর পর ইউক্রেনের দিয়ানা ইয়াস্ত্রেমস্কার উচ্ছ্বাস

আরেক ইউক্রেনিয়ান তারকা এলিনা সভিতোলিনাকে হারিয়ে শেষ আটে উঠেছেন নোসকোভা। চোটের কারণে অবশ্য প্রথম সেটে ৩-০–তে পিছিয়ে থাকা অবস্থায় অবসর নিয়ে কোর্ট ছেড়েছেন সভিতোলিনা।

এর আগে গ্র্যান্ড স্লামে ইয়াস্ত্রেমস্কার সর্বোচ্চ সাফল্য ২০১৯ উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলা। এবার সেই সাফল্য ছাপিয়ে যাওয়ার পর ২৩ বছর বয়সী ইউক্রেনিয়ান কন্যা বেশ উচ্ছ্বসিত, ‘আমার শ্বাস নিতে কিছুটা সময় লাগবে। কারণ, আমার মনে হচ্ছে, আনন্দে আমার হৃৎস্পন্দন বেড়ে গেছে। আমি সব সময় মনে করতাম যেন পেছনে আছি। কিন্তু এখন মনে হচ্ছে, আমি কিছুটা হলেও লড়াকু বলেই ম্যাচটা জিতেছি।’

Also Read: মেলবোর্নের এক ডুমুর গাছের সঙ্গে ১৫ বছরের ‘বিশেষ সম্পর্কের’ কথা কেন বলছেন জোকোভিচ