ধোনির জন্যই চেন্নাইয়ের শিরোপা, বুঝিয়েছেন রবীন্দ্র জাদেজা। থিয়েরি অঁরির সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করেছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের বাবাও ছিলেন ফুটবলার। তাঁর জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন চেলসি স্ট্রাইকার। সেই সময়, এই সময়। কিলিয়ান এমবাপ্পের ছবিটার অর্থ এমন। থিয়েরি অঁরির সঙ্গে এ ছবিটা পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, এমবাপ্পেXঅঁরি, ফ্রান্স…
বিজ্ঞাপন
‘আলহামদুলিল্লাহ, আমাদের সহায় হোন’, করিম বেনজেমার ক্যাপশনের অর্থ এমন
বিজ্ঞাপন
‘আমরা একমাত্র এমএস ধোনির জন্যই এটি করেছি, মাহি ভাই, আপনার জন্য যে কোনো কিছু’... চেন্নাইয়ের ফাইনাল জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা। তবে সবকিছু মহেন্দ্র সিং ধোনির জন্যই, মনে করিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার রোঁলা গাঁরোতে গিয়েছিলেন আলভারো আরবেলোয়া। সেখানেই কার্লোস আলকারাজকে রিয়াল মাদ্রিদের জার্সি উপহার দিয়েছেন তিনি। এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় রোহিত শর্মার। ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে শুরু ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক ‘স্মরণীয়’, শুবমান গিল ক্যাপশনে এটুকুই লিখেছেন। খুব কাছে গিয়েও ফাইনাল জিততে পারেনি গুজরাট টাইটানস। তবে আইপিএলের এ মৌসুমটা স্মরণীয়ই কেটেছে এ ওপেনারের। ফাইনালের পর তাঁর সামনের পুরস্কারের স্মারকই বলে দেয় সেটি।গলফ খেলছিলেন, সেখান থেকে সোজা হোটেলের পানশালায় এসে স্কাই স্পোর্টস খুলেছেন বেন স্টোকস। নিজ দল চেন্নাই সুপার কিংসের স্মরণীয় জয় এভাবেই দেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। ‘হট অ্যান্ড কুল’, স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে এমন বুঝিয়েছেন ভারত ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।