
ভিনিসিয়ুস জুনিয়রের জীবনটা প্রায় অতিষ্ঠ করে তুলেছে বর্ণবাদীরা। গত বছরের সেপ্টেম্বরেই রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের সমর্থকেরা।
ওই ঘটনার পর বর্ণবিদ্বেষীদের আজীবন নিষিদ্ধের দাবি তুলেছিলেন ভিনিসিয়ুসসহ অনেকেই। সেই দাবি তো পূরণ হয়ইনি, উল্টো আরেক দফা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ভিনি।
বিশ্বকাপ বিরতি শেষে পরশু রাতে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগায় ফিরেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠ এস্তাদিও হোসে জোরিয়ায় করিম বেনজেমার জোড়া গোলে জিতেছে রিয়ালই। তবে ম্যাচ শেষে গ্যালারি থেকে ভিনির উদ্দেশে গালাগাল ও জিনিস ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এতে লিগ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, ‘বর্ণবিদ্বেষীদের এখনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। মাঠে বিশ্বের সেরা ক্লাব খেলছে। অথচ এসব নিয়ে কিছুই করছে না লা লিগা কর্তৃপক্ষ। আমি মাথা উঁচুতে রাখতে চাই। রিয়াল মাদ্রিদকে জেতাতে চাই। দিন শেষে তাদের (বর্ণবাদীদের) কাছে এটা আমার ভুল হয়ে যায়।’
ভিনির এই পোস্টের পর লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস টুইট করেছেন। ব্রাজিলিয়ান তারকার কথায় আপত্তি তুলেছেন তিনি, ‘আমরা বর্ণবাদের বিরুদ্ধে বহু বছর ধরে লড়াই করছি। কর্তৃপক্ষ বর্ণবাদ থামাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না, ভিনিসিয়ুসের এ কথা বলা অন্যায্য। আমরা সবাই বিষয়টি নিয়ে একই কক্ষপথে আছি।’
কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ভিনিসিয়ুসকে উদ্দেশ করে বর্ণবাদীরা ‘নিগ্রো নিগ্রো’ বলে চিৎকার করছে ও জিনিস ছুড়ে মারছে। এ সময় রেগে গিয়ে একটি ধাতব বোতলে লাথি মারেন ভিনি।
লা লিগা কর্তৃপক্ষও ভিনির বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়ে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ করা একজনকে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ঘটনা নথিভুক্ত করে সহিংসতা বিরোধী কমিশন ও বিদ্বেষমূলক অপরাধ দমন কার্যালয়ে পাঠানো হয়েছে।