মাঠে ঝগড়াঝাঁটি, খোঁচাখুঁচি আর তিক্ততার ভিড়ে মাঝেমধ্যে ক্রিকেটারদের হেসে ওঠা—এ দৃশ্যটা কী দারুণই না লাগে! ক্রিকেট মাঠে হাসির মুহূর্ত কিন্তু কম আসে না। কখনো ব্যাটসম্যান হোঁচট খেলে গ্যালারিতে হাসির রোল ওঠে। কখনো সহজ ক্যাচ ফসকালে দেখা যায় ফিল্ডারের নার্ভাস হাসি। আবার ডিআরএসে সিদ্ধান্ত নিজের পক্ষে গেলে যে স্বস্তির হাসি, সেটারও তো এক আলাদা আনন্দ।