Thank you for trying Sticky AMP!!

অ্যাপলের ব্রাউজারে ত্রুটি পেল গুগল

অ্যাপল ব্রাউজার

অ্যাপলের নির্মিত ওয়েব ব্রাউজার সাফারিতে একগাদা নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে গুগলের একদল গবেষক। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। এদিকে প্রতিবেদনে উল্লেখিত ত্রুটিগুলো গত বছরেই সারানো হয়েছে বলে জানিয়েছে অ্যাপলের এক মুখপাত্র।

ব্রাউজারের গোপনীয়তা রক্ষায় ব্যবহৃত প্রোগ্রামেই ত্রুটিগুলো ধরা পড়ে। এসব ত্রুটির কারণে ব্যবহারকারীর ওয়েবসাইট ব্রাউজ করার তথ্য তৃতীয় পক্ষের কাছে চলে যেতে পারত বলে প্রতিবেদনে জানানো হয়।

গুগল গত বছরের আগস্টে এই ত্রুটি সম্পর্কে অ্যাপলকে জানিয়েছে। এরপর গত ডিসেম্বরে অ্যাপলের একটি ব্লগ পোস্টে গুগলের দেখিয়ে দেওয়া ত্রুটি সারানোর কথা জানান এক প্রকৌশলী। তবে এ ব্যাপারে গুগল কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স