Thank you for trying Sticky AMP!!

অ্যাপে বাস ও মুভির টিকিট

টপআপ অ্যাপ। ছবি: টপআপের সৌজন্যে

অনেকেই বাস বা মুভির টিকিট কাটার জন্য সহজ সমাধান খোঁজেন। এখন চাইলে অ্যাপেই বাস ও মুভির টিকিট কাটা যায়। মোবাইল রিচার্জভিত্তিক অ্যাপ ‘টপআপে’ সম্প্রতি নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে বাস এবং মুভির টিকিট কেনার সুবিধা।

অ্যাপটিতে শুরুতে মোবাইল রিচার্জের সুবিধা ছিল। সম্প্রতি টপআপ অ্যাপের উদ্যোক্তারা এতে নতুন ফিচার হিসেবে নানা সেবা যুক্ত করেছেন।

অ্যাপটির প্রধান কারিগরি কর্মকর্তা দীন ইসলাম বলেন, প্রাথমিকভাবে দেশের বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ‘টপআপ’ অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কাটা যাবে। এ ছাড়া ব্লকব্লাস্টারের টিকিট কাটার সুবিধাও এতে যুক্ত হয়েছে। যেকোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকেরা এ সেবা পেতে পারেন।

গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে তিন লাখেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।

এক অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে সব সমাধান—এ ধারণা থেকেই যাত্রা শুরু করে মোবাইল রিচার্জভিত্তিক অ্যাপ ‘টপআপ’। দেশের তরুণ কয়েকজন উদ্যোক্তা মিলে তৈরি করেছেন অ্যাপটি।