Thank you for trying Sticky AMP!!

উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতা আবার বাংলাদেশে

অষ্টমবারের মতো শুরু হচ্ছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’। বাংলাদেশও এ বছর দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় দেশের প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে অংশ নিচ্ছে।

ডব্লিউএলএম প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। যেকোনো সময় তোলা বাংলাদেশের যেকোনো স্থাপনার ছবি যত খুশি অনলাইনে দেওয়া যাবে সেপ্টেম্বর মাসজুড়ে। বাংলাদেশে প্রতিযোগিতাটির আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ। এটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে বিজয়ী প্রথম ১০ জন পাবেন বিভিন্ন পুরস্কার। এ ছাড়া স্থানীয় পর্যায়েও পুরস্কার রয়েছে।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও বাংলাদেশ থেকে অংশ নেওয়ার নিয়ম জানা যাবে www.wikiloves.org/monuments ঠিকানার ওয়েবসাইটে।

প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করছে ইউনেসকো, আলোকচিত্রের ওয়েবসাইট ফ্লিকার এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংস্থা ইউরোপানোস্ট্রা।

 বিজ্ঞপ্তি