Thank you for trying Sticky AMP!!

এক বইয়ে অনেক অ্যাপস

এক বইয়ে অনেক অ্যাপস

কাজের যত মোবাইল অ্যাপস লেখক: নুরুন্নবী চৌধুরী হাছিব দাম: ১৩৫ টাকা প্রকাশক: তাম্রলিপি, ঢাকা
নানা সুবিধার স্মার্টফোন এখন ব্যবহারকারীদের হাতে হাতে। ইন্টারনেট সংযোগযুক্ত এসব স্মার্টফোন এখন একেকটি শক্তিশালী যন্ত্র। আর এসব স্মার্টফোনের জন্যই রয়েছে নানা ধরনের দারুণ সব কাজের মোবাইল অ্যাপস। নিত্য কাজে লাগে কিংবা প্রয়োজনীয় এসব অ্যাপস বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যও বেশ প্রয়োজনীয়। কাজে লাগে এমন অনেক অ্যাপস নিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কাজের যত মোবাইল অ্যাপস বইটি। লিখেছেন নুরুন্নবী চৌধুরী।
এ বইয়ে রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক অ্যাপসের সুবিধা, ব্যবহার, বৈশিষ্ট্যের বর্ণনা। কাজের বিভিন্ন অ্যাপসের পাশাপাশি রয়েছে বেশ কিছু গেমস অ্যাপস। উল্লেখযোগ্য অ্যাপসের তালিকায় রয়েছে ফেসবুক, টুইটার, বাংলা ডিকশনারি, হোম রিমিডিয়াস, নাসা, ট্রিপ অ্যাডভাইজার, উইকিপিডিয়া, ক্লিনমাস্টার, বাংলা কারেন্সি কনভার্টার, বাংলা ক্যালকুলেটর, বাংলা রেসিপি, ক্যালোরি কাউন্টার, অ্যাংরি বার্ডস, রেপ্লিকা আইল্যান্ড, রেড স্টোন, কল ব্লকার, অ্যাপস লক, এভারনোট, ডাবল ট্যুইস্ট মিউজিক প্লেয়ার, স্লিপবট, ফেসবুক পেজেস ম্যানেজার, ফোর স্কয়ার, জিমেইল, অপেরা মিনি, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, ইন্সটাগ্রাম, স্ট্রিমজু, স্কাইপ ইত্যাদি। সবগুলো অ্যাপসই ব্যবহার করা যাবে বিনা মূল্যে। প্রতিটি অ্যাপের বিস্তারিত বর্ণনার পাশাপাশি বইয়ে রয়েছে এসব অ্যাপস নামানোর লিংক। বর্তমানে প্রচলিত প্রায় সব প্ল্যাটফর্মেই অ্যাপসগুলো চলবে। শুধু স্মার্টফোনেই নয়, চাইলে ট্যাবলেটেও এ অ্যাপসগুলো ব্যবহার করা যাবে। যাঁরা স্মার্টফোন ব্যবহার শুরু করছেন কিংবা করবেন, তাঁদের স্মার্টফোনের পাশাপাশি বেশ কাজে লাগবে বইটি।

—নিজস্ব প্রতিবেদক