Thank you for trying Sticky AMP!!

এসে গেল জন্মদিনের ডিজিটাল শুভেচ্ছা

ডিজিটাল বার্থডে কার্ড

এখন ফেসবুকের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো আরও সহজ। গত বৃহস্পতিবার ফেসবুক তাদের স্টোরিজ ফিচারে আরেকটি নতুন ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীকে জন্মদিনের ডিজিটাল কার্ড, ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধা দিচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশেও এ ফিচার ব্যবহার করতে পারছেন ফেসবুক ব্যবহারকারীরা।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক প্রায় ৫০ কোটি ব্যবহারকারী ফেসবুক স্টোরিজ ফিচারটি ব্যবহার করছেন।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জেহান ড্যামজি এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘আমরা বৈশ্বিক পর্যায়ে বার্থডে স্টোরিজ ফিচারটি উন্মুক্ত করেছি। এতে নতুন উপায়ে বন্ধু, পরিবারসহ কমিউনিটির প্রত্যেক সদস্যকে ডিজিটাল কার্ড, ছবি ও ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে।’

ফিচারটি ব্যবহার করতে জন্মদিনের নোটিফিকেশনে চাপ দিতে হবে। এরপর ছবি তুলে বা ভিডিও ধারণ করে বা ডিজিটাল কার্ড ব্যবহার করে জন্মদিনের তৎক্ষণাৎ শুভেচ্ছা দেওয়া যাবে। এ ছাড়া ‘হ্যাপি বার্থডে’ সাউন্ডট্র্যাক যুক্ত করা যাবে এতে।

জন্মদিনের এ কার্ড যুক্ত করা হলে তা আপনার বন্ধুর বার্থ স্টোরিজে যুক্ত হবে এবং স্লাইডশো আকারে তা দেখানো হবে।